৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও বিশাল বড় ব্যাটারি সহ লঞ্চ হল Moto G100 Pro ফোন

Motorola কিছুদিন আগেই গ্লোবাল মার্কেটে Moto G100 লঞ্চ করেছিল। সেটি ছিল চীনে লঞ্চ হওয়া Motorola Edge S-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। এবার এর প্রো মডেল হিসেবে Moto G100 Pro বাজারে এসেছে। এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও ৬,৭২০ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Moto G100 Pro এর দাম ও উপলব্ধতা
চীনে মোটো জি১০০ প্রো-এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৭০০ টাকা)। এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,৩০০ টাকা)। ফোনটি চারটি কালার অপশনে এসেছে – পাইন স্মোক ব্লু, টুনড্রা ব্লু, ক্লাউডস ইঙ্ক ব্ল্যাক এবং সিল্ক পার্পেল।
মোটো জি১০০ প্রো আপাতত চীনে লঞ্চ হয়েছে। আর গ্লোবাল মার্কেটে এটি মোটো জি৮৬ পাওয়ার নামে বিক্রি হচ্ছে। ফলে নয়া মডেলটি অন্য দেশে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
Moto G100 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
মোটো জি১০০ প্রো স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে (২৭১২ x ১২২০ পিক্সেল), রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ৪,৫০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। এতে সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়াল স্পিকার সিস্টেম উপস্থিত।
ফটোগ্রাফির জন্য Moto G100 Pro স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬,৭২০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP68 এবং IP69 রেটিং প্রাপ্ত এবং MIL-STD 810H মিলিটারি সার্টিফিকেশন সহ এসেছে।