৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ সস্তায় লঞ্চ হল Infinix Hot 60i

বাংলাদেশে আজ ইনফিনিক্স লঞ্চ করল তাদের হট সিরিজের নতুন স্মার্টফোন – Infinix Hot 60i। এটি Hot 50i এর উত্তরসূরি হিসেবে এসেছে। এই সিরিজের অধীনে আরও কয়েকটি মডেল শীঘ্রই বাজারে আসবে – Hot 60 5G, Hot 60 Pro ও Hot 60 Pro+ 5G। নতুন মডেলের দাম রাখা শুরু হয়েছে প্রায় ১০,০০০ টাকা থেকে। ফিচার হিসেবে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর, ৫১৬০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 60i এর দাম ও উপলব্ধতা

ইনফিনিক্স হট ৬০আই এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বাংলাদেশে দাম রাখা হয়েছে ১৪,০০০ টাকা (প্রায় ৯,৭০০ টাকা), আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির মূল্য ধার্য করা হয়েছে ১৬,৫০০ টাকা (প্রায় ১১,৪০০ টাকা)। এটি টাইটানিয়াম সিলভার, স্লিক ব্ল্যাক, নিয়ন রেড, শ্যাডো ব্লু, মিডো গ্রিন এবং সোল আই পার্পল কালার অপশনে এসেছে। আপাতত ফোনটি বাংলাদেশ আর কেনিয়াতে পাওয়া যাচ্ছে। তবে একি আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা এখনও পরিষ্কার নয়।

Infinix Hot 60i এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ৬০আই স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৭০০ নিটস। এই ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, মাত্র ২৪ মিনিটেই এই ব্যাটারি ১% থেকে ৫০% চার্জ হবে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 60i মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এই ফোনে এক ট্যাপে AI ফিচার চালু করার জন্য আলাদা AI বাটনও উপস্থিত। এটি IP64 রেটিং সহ এসেছে, যা ধুলো ও জলের ছিটেফোঁটা প্রতিরোধ করবে।