সারাদিন ব্যবহারেও চার্জ শেষ হবে না, সবচেয়ে বড় ব্যাটারি সহ আসছে iPhone 17 Pro Max

আইফোন ব্যবহারকারীদের ব্যাটারি নিয়ে অভিযোগ নতুন নয়। দামি ফোন হওয়া সত্ত্বেও দ্রুত চার্জ শেষ হওয়ায় অভিযোগ অনেকেই করেছেন। আর সেই কারণেই এবার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কাজ শুরু করেছে Apple। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে, আসন্ন iPhone 17 Pro Max মডেলে বড়সড় ব্যাটারি আপগ্রেড দেখা যাবে। যদিও অন্যান্য মডেলের বিষয়ে রিপোর্টে কিছু বলা হয়নি।

iPhone 17 Pro Max আসবে বড় ব্যাটারির সাথে

চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো-তে “ইনস্ট্যান্ট ডিজিটাল” নামের এক টিপস্টার দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যেখানে আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনে রয়েছে ৪,৬৭৬ এমএএইচ ব্যাটারি, আর আইফোন ১৫ প্রো ম্যাক্স স্মার্টফোনে ছিল ৪,৪২২ এমএএইচ ব্যাটারি।

আর আমরা সবাই জানি যে, অ্যাপল যখন ডিভাইসের কোনো অংশে পরিবর্তন আনে, তখন সেটা শুধু নম্বর বাড়িয়ে দেখানোর জন্য হয় না। তাই ৫,০০০ এমএএইচ ব্যাটারি আদতে ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে বলেই ধরে নেওয়া যায়। আশা করা যায়, সকাল থেকে রাত অবধি সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, মিটিং বা অন্যান্য কাজ করার পরও ফোনটার চার্জ সম্পূর্ণ শেষ হবে না।

তবে মনে রাখবেন যে, শুধু ব্যাটারি ক্যাপাসিটি বাড়ালেই দীর্ঘক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে এমন নয়। এর জন্য প্রসেসর আর অপ্টিমাইজেশন সমানভাবে দায়ী। যেহেতু অ্যাপলের A-সিরিজ চিপগুলি আগে থেকেই ব্যাটারি ব্যবহারে দক্ষ। তাই ধরে নেওয়া যায় নতুন প্রসেসর ও বড় ব্যাটারি সহ iPhone 17 Pro Max হয়ে উঠবে স্মার্টফোন ফ্যানদের প্রথম পছন্দ।

Photo Credit: 9to5mac