লঞ্চ হল ভারতের প্রথম JioTele OS চালিত Kodak QLED TV, দাম ২০ হাজার টাকারও কম

ভারতে লঞ্চ হল নতুন Kodak QLED TV। এটি JioTele OS অপারেটিং সিস্টেমে চলবে। নতুন এই টিভিতে ৪৩ ইঞ্চি স্ক্রিন আছে। AI-চালিত এই টিভিটি লোকাল কনটেন্ট দেখার জন্য ডিজাইন করা হয়েছে। Kodak জানিয়েছে, এটি JioTele অপারেটিং সিস্টেমে চালিত প্রথম QLED টিভি। যারা কম দামে লেটেস্ট ফিচারের টেলিভিশন কিনতে চাইছেন তাদের জন্য এটি আদর্শ হবে।

Kodak QLED TV এর দাম ও ওয়ারেন্টি

৪৩ ইঞ্চির এই কোডাক QLED টিভিটির দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। এটি শুধুমাত্র অ্যামাজন থেকে কেনা যাবে। এর সাথে পাওয়া যাবে এক বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি এবং অতিরিক্ত ছয় মাসের অ্যাক্সেসরিজ ওয়ারেন্টি।

Kodak QLED TV এর স্পেসিফিকেশন ও ফিচার

কোডাকের এই টিভির মডেল নম্বর KQ43JTV0010। এতে আছে ৪কে রেজোলিউশনের প্যানেল, যা HDR সাপোর্ট করে। বেজেল-লেস ডিজাইনের এই টিভিতে ব্যবহার করা হয়েছে Amlogic প্রসেসর, সঙ্গে ২ জিবি র‌্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

কোডাক কিউএলইডি টিভি চলে JioTele অপারেটিং সিস্টেমে, যেখানে হিন্দি, তামিল, তেলেগু, গুজরাতি সহ বিভিন্ন ভারতীয় ভাষা সাপোর্ট করবে। সাথে রয়েছে ভয়েস সার্চ ও JioStore থেকে ২০০-র বেশি জনপ্রিয় অ্যাপ ডাউনলোডের সুবিধা।

আবার Kodak QLED TV-র মাধ্যমে ব্যবহারকারীরা AI চালিত কনটেন্ট রেকমেন্ডেশন পাবেন এবং এতে JioGames-এর বড় লাইব্রেরিও মিলবে। সাউন্ডের জন্য এতে ৪০ ওয়াট স্টেরিও স্পিকার পাওয়া যাবে, যাতে ডলবি ডিজিটাল প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।