নতুন রুপে হাজির হচ্ছে ট্রিপল ৫০ এমপি ক্যামেরার iQOO 13, ভারতে আসছে Ace Green ভ্যারিয়েন্ট

নতুন রুপে ভারতে ফিরছে iQOO 13 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। গতবছরের ডিসেম্বরে প্রথমবার ডিভাইসটি লেজেন্ড এবং নার্ডো গ্রে কালার অপশন সহ লঞ্চ হয়েছিল। এবার ফোনটি নতুন এস গ্রিন (Ace Green) কালার অপশনে পাওয়া যাবে। আসন্ন অ্যামাজন প্রাইম ডে সেলে নতুন কালার অপশন সহ iQOO 13 কেনা যাবে। যদিও কালার ছাড়া ফোনের অন্যান্য স্পেসিফিকেশন একই রকম রাখা হয়েছে। এমনকি দামও বাড়ানো হয়নি।

iQOO 13 এর Ace Green কালার অপশনের দাম ও উপলব্ধতা

আইকো ১৩ এর এস গ্রিন কালার ভ্যারিয়েন্ট আগামী ১২ জুলাই মধ্যরাত থেকে Amazon এবং iQOO-র অফিসিয়াল ই-স্টোরে পাওয়া যাবে। এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪,৯৯৯ টাকা এবং ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৫৯,৯৯৯ টাকা।

iQOO 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো ১৩ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ২কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, ব্রাইটনেস ১,৮০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, সঙ্গে রয়েছে আইকোর নিজস্ব Q2 গেমিং চিপ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য iQOO 13 এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ২x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি বা ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডিভাইসটি IP68 ও IP69 রেটিং-সহ এসেছে, যা জল ও ধুলো প্রতিরোধ করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, এনএফসি, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ সি।