গেমারদের জন্য বড় 5200mAh ব্যাটারি ও 8 জিবি র‌্যাম সহ লঞ্চ হচ্ছে Infinix GT 30 স্মার্টফোন

ইনফিনিক্স সম্প্রতি জিটি সিরিজের অধীনে Infinix GT 30 Pro ফোন লঞ্চ করেছে। আর এখন শোনা যাচ্ছে সংস্থাটি এর স্ট্যান্ডার্ড ভার্সন GT 30 নিয়ে কাজ করছে। ইতিমধ্যেই এই স্মার্টফোনটিকে EEC সার্টিফিকেশন সাইট ও Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে খুঁজে পাওয়া গেছে। জানা গেছে এতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। আজ এবার Infinix GT 30 মডেলকে FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেল। আসুন আমেরিকার এই সার্টিফিকেশন সাইট থেকে ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল জেনে নেওয়া যাক।

Infinix GT 30 পেল FCC থেকে অনুমোদন

এফসিসি ডেটাবেসে X6876 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে ইনফিনিক্স জিটি ৩০। জানা গেছে, এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫,২০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যারা দিনের বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকে, তাদের জন্য বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং ব্যবস্থা বেশ সুবিধাজনক হবে

এই সার্টিফিকেশন সাইট থেকে ইনফিনিক্স জিটি ৩০ ফোনের ডিজাইনও সামনে এসেছে। ছবি থেকে স্পষ্ট এর ডিজাইন অনেকটা জিটি ৩০ প্রো-এর মতোই। আসন্ন হ্যান্ডসেটের উপরের বাম কোণে আয়তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এই মডিউলে দুটি ক্যামেরা এবং মাঝখানে LED ফ্ল্যাশ দেওয়া হবে। ডান পাশে থাকবে ভলিউম রকার আর পাওয়ার বাটন।

এছাড়া জানা গেছে, ইনফিনিক্স জিটি ৩০ ডিভাইসটি ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও এর ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেরও বাজারে আসবে বলে আমাদের অনুমান। সাথে থাকতে পারে ৬ জিবি র‌্যাম মডেলও।

এর আগে গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল যে, Infinix GT 30 ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। তবে এতে প্রো মডেলের মতো গেমিং ট্রিগার বাটন পাওয়া যাবে না বলে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে।

Infinix GT 30 কবে নাগাদ লঞ্চ হতে পারে

ইনফিনিক্স এখনো GT 30 এর বিষয়ে মুখ খোলেনি। তবে যেভাবে একের পর এক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হচ্ছে, তাতে ডিভাইসটি হয়তো জুলাইয়ের মধ্যেই গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে।

Photo Credit: thetechoutlook