৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারি সহ সস্তায় লঞ্চ হল Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G

গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে লঞ্চ হল Tecno Pova 7 5G সিরিজ। এই সিরিজের অধীনে দুটি মডেল এসেছে – Tecno Pova 7 5G এবং Tecno Pova 7 Pro 5G। এই সিরিজের দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। যারা বড় ব্যাটারি, ফাস্ট পারফরম্যান্স ও হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ নতুন ফোন খোঁজ করছেন তাদের জন্য এই সিরিজের মডেলগুলি উপযুক্ত হবে। Tecno Pova 7 5G সিরিজে আছে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা। আসুন Tecno Pova 7 5G এবং Tecno Pova 7 Pro 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G এর দাম ও সেলের তারিখ

টেকনো পোভা ৭ ৫জি তিনটি রঙে আসছে – গিক ব্ল্যাক, ম্যাজিক সিলভার এবং ওয়েসিস গ্রীন। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা।

অন্যদিকে, টেকনো পোভা ৭ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এটি পাওয়া যাবে নিয়ন সিয়ান, ডায়নামিক গ্রে ও গিক ব্ল্যাক কালার অপশনে। আগামী ১০ জুলাই থেকে Flipkart-এর মাধ্যমে ডিভাইসগুলি কেনা যাবে। লঞ্চ অফার হিসাবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন।

Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো পোভা ৭ ৫জি সিরিজের উভয় মডেলে আছে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। আবার এই ডিসপ্লের ব্রাইটনেস ৪৫০০ নিটস পর্যন্ত যেতে পারে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই।

পারফরম্যান্সের জন্য টেকনো পোভা ৭ ৫জি ও পোভা ৭ প্রো ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট। এগুলিতে ৮ জিবি ফিজিক্যাল র‌্যামের সাথে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর তাপ নিয়ন্ত্রণের জন্য রয়েছে ১১-লেয়ার হাইপার কুলিং সিস্টেম। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে দুটিতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এদের সামনে থাকছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পার্থক্যের কথা বললে, Tecno Pova 7 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে, Pro মডেলে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 সেন্সর, সঙ্গে ৮ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এতে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। টেকনো জানিয়েছে, প্রো মডেলে দুটি আর বেস মডেলে একটি ওএস আপডেট আসবে।

Tecno Pova 7 5G সিরিজের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, Ella AI, যা ভারতীয় ভাষা সাপোর্ট করে, মিনি এলইডি ডিজাইন, নতুন ডেল্টা ইন্টারফেস এবং হাইওএস ১৫ অপারেটিং সিস্টেম। এছাড়া পাওয়া যাবে আইপি৬৪ রেটিং, এনএফসি, আইআর রিমোট, ডুয়াল সিম, ব্লুটুথ ৫.৪, ডলবি অ্যাটমস, আর ইন্টেলিজেন্ট সিগনাল হাব (৪×৪ MIMO)-এর মতো ফিচারও।