ডাবল ধামাকা! আগামী সপ্তাহে Vivo X200 FE ও X Fold 5 বড় ব্যাটারি ও ZEISS ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে

ভিভো শীঘ্রই ভারতীয় স্মার্টফোন বাজারে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে – Vivo X200 FE এবং X Fold 5। কোম্পানি কিছুদিন আগেই নিশ্চিত করেছে যে, আগামী ১৪ জুলাই এই দুটি ফোন বাজারে পা রাখবে। ইতিমধ্যেই ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে ডিভাইস দুটির জন্য মাইক্রোসাইট লাইভ হয়েছে, যার অর্থ লঞ্চের পর এখান থেকেই ফোন দুটি কেনা যাবে। যদিও অ্যামাজন ইন্ডিয়া থেকেও স্মার্টফোনগুলি পাওয়া যাবে বলে আমাদের বিশ্বাস

Vivo X200 FE ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও প্রসেসর

ভিভো এক্স২০০ এফই ফোনের ডিজাইন বেশ হালকা-পাতলা হবে, এর ওজন হবে মাত্র ১৮৬ গ্রাম এবং এটি ০.৭৯৯ সেমি পুরু হবে। এর ডিসপ্লে সাইজ থাকবে ৬.৩১ ইঞ্চি। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে, যার ক্লক স্পিড ৩.৪ গিগাহার্টজ পর্যন্ত যায়।

ক্যামেরা

ভিভো এক্স২০০ এফই স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ZEISS দ্বারা ডেভেলপ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল (Sony IMX921 সেন্সর, OIS সহ) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (Sony IMX882), আর ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যেটা ১২০ ডিগ্রি ভিউ দিতে পারে। এছাড়াও পাওয়া যাবে ZEISS-এর মাল্টি-ফোকাল পোর্ট্রেট মোড, যেটা দিয়ে বিভিন্ন ফোকাল লেংথে ছবি তোলা যাবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200 FE ডিভাইসে ৬৫০০ এমএএইচ বিশাল ব্যাটারি দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে।

কালার অপশন ও অন্যান্য ফিচার

ডিভাইসটি অ্যাম্বর ইয়েলো, ফ্রস্ট ব্লু ও লাক্সি গ্রে কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে। এতে ওয়াটার-ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকবে।

Vivo X Fold 5 হবে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন

পরিমাপ

ভিভো এক্স ফোল্ড ৫ মূলত সেই সব ব্যবহারকারীদের জন্য আসছে, যারা একসঙ্গে ফোনে স্টাইল, ফিচার আর পাওয়ার চান। এটি ভাঁজ করা অবস্থায় মাত্র ০.৯২ সেমি পুরু হবে, আর খুললে হয় ০.৪৩ সেমি পুরু। এর ওজন মাত্র ২১৭ গ্রাম।

ব্যাটারি ও চার্জিং

ডিভাইসটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যেটা ডুয়াল-সেল সিস্টেমে তৈরি। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং আর ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ব্যাটারির মধ্যে ২য় জেনারেশনের সেমি-সলিড ইলেকট্রোলাইট আর ৪র্থ জেন সিলিকন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা

ক্যামেরার কথা বললে, Fold 5 মডেলে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, যার একটাই টেলিফটো (Sony IMX882, ৭০মিমি), একটি প্রাইমারি VCS Bionic সেন্সর (Sony IMX921), আর একটি আল্ট্রা-ওয়াইড (JN1 সেন্সর)।

AI ফিচার

আসন্ন এই ফোল্ডেবল স্মার্টফোনে AI স্মার্ট অফিস, শর্টকাট বাটন আর নতুন AI Magic Move ফিচার পাওয়া যাবে বলে জানা গেছে।

Vivo X200 FE এবং X Fold 5 এর দাম ও লভ্যতা

রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স ফোল্ড ৫ এর দাম রাখা হতে পারে ১,৩৯,৯৯৯ টাকা। আর এক্স২০০ এফই এর দাম থাকবে ৫৪,৯৯৯ টাকা। যদিও লঞ্চ অফার হিসেবে এদের উপর ৫,০০০-১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এদের ওপেন সেল শুরু হবে ১৭ জুলাই থেকে।