ক্যামেরায় পরিবর্তন, র‍্যামে বাড়তি জোর, iPhone 17 সিরিজ এই সেপ্টেম্বরে ১২ জিবি র‌্যাম ও সেরা ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

অ্যাপল ফ্যানদের জন্য শীঘ্রই অপেক্ষা শেষ হতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হচ্ছে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ, iPhone 17। প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরের শুরুতেই সিরিজের নতুন মডেলগুলোর ওপর থেকে পর্দা সরানো হবে বলে অনুমান করা হচ্ছে। আসন্ন এই সিরিজে থাকবে বড় চমক। Plus মডেলের পরিবর্তে এই সিরিজে নয়া মডেল হিসেবে iPhone 17 Air এর আত্মপ্রকাশ ঘটবে। এছাড়া এই সিরিজ সম্পর্কে আর কি কি তথ্য সামনে এসেছে আসুন জেনে নেওয়া যাক।

iPhone 17 সিরিজের অধীনে কয়টি মডেল আসবে

আইফোন ১৭ সিরিজের থাকবে মোট চারটি মডেল – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

ক্যামেরা বিভাগে আপগ্রেড দেখা যাবে

আইফোন ১৭ সিরিজের ক্যামেরা বিভাগে অ্যাপল বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড আনছে, বিশেষ করে প্রো মডেলগুলিতে। এদের সামনে দেওয়া হবে নতুন ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা আগের ১২ মেগাপিক্সেল থেকে দ্বিগুণ রেজোলিউশন অফার করবে। ফলে আইফোন ১৭ প্রো মডেল দুটিতে সেলফি এবং ভিডিও কলের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

এদিকে আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স ফোনে এবার থাকবে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যেখানে আগে ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স পাওয়া যেত। ফলে জুম ও পোর্ট্রেট শটে আরও স্পষ্টতা আসবে।

ডিজাইনে বদল

গতবার আইফোন ১৬ সিরিজে টাইটানিয়াম ব্যবহার করা হলেও, এবার Pro মডেলগুলিতে দেখা যাবে নতুন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং হাইব্রিড রিয়ার প্যানেল। ক্যামেরা সেটআপেও কিছুটা পরিবর্তন আসছে।

পারফরম্যান্স উন্নত হবে

iPhone 17 Pro ও Pro Max মডেলে থাকবে A19 Pro চিপসেট, যেটি তৈরি করবে টিএসএমসি-এর ৩ ন্যানোমিটারের প্রযুক্তিতে। এর মাধ্যমে পারফরম্যান্স যেমন দ্রুত হবে, তেমনি ব্যাটারি লাইফও বাড়বে। এই সিরিজে ওয়াই-ফাই ৭ সাপোর্টও থাকবে, যার জন্য অ্যাপলের নিজস্ব ডিজাইন করা চিপসেট ব্যবহার করা হবে।

র‌্যাম বাড়ছে

সিরিজের Pro মডেল এবং iPhone 17 Air ফোনে এবার ১২ জিবি র‌্যাম থাকবে। অ্যাপলের ‘ইন্টেলিজেন্ট’ ফিচারগুলি ব্যবহার করার ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

iPhone 17 সিরিজের দাম ভারতে কত‌ রাখা হতে পারে?

বিভিন্ন আপগ্রেডের কারণে এবারের আইফোন মডেলগুলির দাম বাড়বে বলে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Pro-এর ভারতে দাম শুরু হতে পারে প্রায় ১.৫ লক্ষ টাকা থেকে।