Redmi, Samsung ও Realme ফোনে বিশাল ছাড়, ফিরে এল Flipkart GOAT সেল, কবে থেকে শুরু

Flipkart ফের নিয়ে হাজির হল GOAT সেল ২০২৫। এই সেল শুরু হবে ১২ জুলাই থেকে, আর চলবে ১৭ জুলাই পর্যন্ত। যারা Flipkart Plus বা VIP মেম্বার, তাদের জন্য কেনাকাটার দরজা খুলে যাবে একদিন আগেই, অর্থাৎ ১১ জুলাই থেকে। ছয় দিনের ফ্লিপকার্ট গোট সেলে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন প্রোডাক্টস, হোম অ্যাপ্লায়েন্সসহ নানা পছন্দের প্রোডাক্টে থাকছে দুর্দান্ত ছাড়, আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং অনেক চমকপ্রদ ডিল।

Flipkart GOAT সেলের লাভ ওঠান এখনই

৭ জুলাই অর্থাৎ আজ থেকে পাওয়া যাবে ফ্লিপকার্ট গোট সেলের আর্লি অ্যাক্সেস, যেখানে মাত্র ৭৫ টাকা জমা করে আপনি আপনার পছন্দের ডিল আগাম বুক করতে পারবেন। পরে ওই টাকাটাকেনাকাটার সাথে যুক্ত হয়ে যাবে।

Flipkart GOAT সেলে ব্যাঙ্ক অফার কি আছে

অন্যান্য সেলের মতো ফ্লিপকার্ট গোট সেলেও ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এই সেলের জন্য এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআই ব্যাঙ্কের সাথে হাত মিলিয়েছে ফ্লিপকার্ট। এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আপনি পেতে পারেন সরাসরি ১০% ছাড়, যা সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এর সাথে ৬ থেকে ১২ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনও মিলবে।

Flipkart GOAT সেলের অফার

মোবাইল

ফ্লিপকার্ট গোট সেলে Samsung, Redmi আর Realme-র স্মার্টফোন ২০-৪০ শতাংশ ছাড়ে কেনা যাবে। Redmi Note 13 Pro ডিভাইসটি প্রায় ৫,০০০ ছাড়ে বাড়ি নিয়ে আসা যাবে। আবার Samsung Galaxy A35 বিক্রি হবে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে।

ইলেকট্রনিক্স প্রোডাক্ট

বড় স্ক্রিনের ৪কে এলইডি টিভি প্রায় ১৫,০০০ টাকা ছাড়ে এই সেলে পাওয়া যাবে। Bose-এর হেডফোনে ৩০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে।

ফ্যাশন ও হোম

সেলে পোশাকেও বিশাল ছাড় মিলবে। পুরুষ ও নারীদের ফ্যাশন প্রোডাক্টে ৫০-৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার কিচেন অ্যাপ্লায়েন্স আর ফার্নিচার বিক্রি হবে ১০-২০ শতাংশ ছাড়ে।