OnePlus Nord 5 ও Nord CE 5 ভারতে লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে AI ফিচার

ওয়ানপ্লাস আজ ৮ জুলাই ভারতে লঞ্চ করল OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5। এদের দাম শুরু হয়েছে ২৫,০০০ টাকা থেকে। উভয় স্মার্টফোনে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম ও নতুন AI ফিচার। আর আগের নর্ড মডেলে থাকা অলার্ট স্লাইডারের পরিবর্তে নতুন Nord 5-এ দেওয়া হয়েছে প্রোগ্রামেবল Plus Key, যা দিয়ে ব্যবহারকারী পছন্দমতো ফাংশন সেট করতে পারবে। দুটি ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5 এর ভারতে দাম

ভারতে ওয়ানপ্লাস নর্ড ৫ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১,৯৯৯ টাকা। এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা।

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই ৫ এর এর মূল্য আরম্ভ হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে। এই দাম ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর অন্য দুটি ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৬,৯৯৯ টাকা ও ২৮,৯৯৯ টাকা রাখা হয়েছে।

কালার অপশন ও সেলের তারিখ

নর্ড ৫ পাওয়া যাবে ড্রাই আইস, মার্বেল স্যান্ডস ও ফ্যান্টম গ্রে কালার অপশনে। এর সেল শুরু হবে ৯ জুলাই দুপুর ১২টা থেকে। আর নর্ড সিই ৫ মডেলের বিক্রি শুরু হবে ১২ জুলাই, অর্থাৎ Amazon Prime Day সেল শুরুর দিন রাত বারোটায়। এই ফোনটি ব্ল্যাক ইনফিনিটি, মার্বেল মিস্ট ও নেক্সাস ব্লু কালার অপশনে এসেছে।

লঞ্চ অফার

সেল যারা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তারা পেতে পারেন ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ফোন দুটি পাওয়া যাবে Amazon, OnePlus-এর নিজস্ব ওয়েবসাইট, অফলাইন স্টোর ও অন্যান্য রিটেল স্টোর থেকে।

OnePlus Nord 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড ৫ মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেন ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। আর এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত ও পিক ব্রাইটনেস ১৮০০ নিটস। এটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সরযুক্ত ক্যামেরা (OIS সহ), সঙ্গে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

OnePlus Nord 5 ডিভাইসে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ ও ৬৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট করে। এটি IP65 রেটিং প্রাপ্ত হওয়ায় জল ও ধুলো প্রতিরোধ করতে পারে।

OnePlus Nord CE 5 এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৫ দেখতে নর্ড ৫-এর মতো হলেও কিছু পার্থক্য রয়েছে। যেমন এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপসেট। এর র‌্যাম ও স্টোরেজ একই রকম হলেও ডিসপ্লে একটু ছোট, অর্থাৎ ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ক্যামেরা বিভাগের কথা বললে, OnePlus Nord CE 5 এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, তবে সেন্সর আলাদা – Sony LYT-600। আর আলট্রাওয়াইড ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল OmniVision সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে ১৬ মেগাপিক্সেল Sony IMX480 ফ্রন্ট সেন্সর। এতে ৭১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।