OnePlus Nord 5 vs OnePlus Nord CE 5: দামের পার্থক্য ৭,০০০ টাকা, ফিচারের দিক থেকে কে এগিয়ে

৮ জুলাই ভারতের বাজারে পা রেখেছে ওয়ানপ্লাসের দুই নতুন স্মার্টফোন, OnePlus Nord 5 ও OnePlus Nord CE 5। দুটো ফোনই বেশ স্টাইলিশ আর এগুলি ঠাসা ফিচার সহ এসেছে। তবে Nord 5 ও Nord CE 5 এর মধ্যে দামের পার্থক্য ৭ হাজার টাকা বেশি। ফলে প্রশ্ন আসা স্বাভাবিক যে, এই বাড়তি টাকায় প্রথম মডেলটি এক্সট্রা কি কি ফিচার অফার করবে বা বেশি অর্থ ব্যয় করে কি সত্যি প্রয়োজনীয় ফিচার পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই দুই স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য জেনে নিতে হবে।

OnePlus Nord 5 vs OnePlus Nord CE 5: ডিজাইন ও ডিসপ্লে

ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে গ্লাস ও মেটাল ফ্রেম দেখা যাবে। আর এতে আইপি৬৫ রেটিং আর গরিলা গ্লাস ৭আই থাকায়, ধুলো-বালি বা জল নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। অন্যদিকে, নর্ড সিই ৫-এর বডি পুরোটা প্লাস্টিকের, আর এতে IP রেটিং নেই।

আর Nord 5 ফোনে আছে ১.৫কে অ্যামোলেড প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০ প্লাস ও সর্বোচ্চ ৪৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। এদিকে CE 5 ডিভাইসেও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে আছে, কিন্তু এটা শুধুমাত্র ১০৮০ পিক্সেল সাপোর্ট করবে।

OnePlus Nord 5 vs OnePlus Nord CE 5: পারফরম্যান্স

ওয়ানপ্লাস নর্ড ৫ এসেছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসরের সঙ্গে। হেভি গেমিং, মাল্টিটাস্কিং বা AI ফিচার, সব কিছুতেই এই চিপসেট দারুণ পারফরম্যান্স দেয়। তুলনায় নর্ড সিই ৫ মডেলে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, যেটা কিছুটা কম শক্তিশালী।

OnePlus Nord 5 vs OnePlus Nord CE 5: র‌্যাম স্টোরেজ আর সফটওয়্যার

ওয়ানপ্লাস নর্ড সিরিজের উভয় ফোনে আছে সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম, কিন্তু স্টোরেজের মধ্যে ফারাক আছে: নর্ড ৫ মডেলটি ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে, আর সিই ৫ এসেছে সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজের সাথে। উভয় হ্যান্ডসেট অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। আর নর্ড ৫ ডিভাইসে অতিরিক্ত AI বাটন ‘Plus Key’ উপস্থিত।

OnePlus Nord 5 vs OnePlus Nord CE 5: ক্যামেরা

Nord 5 ফোনে ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট-সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর উপস্থিত। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

CE 5 স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা Sony IMX882 সেন্সর। এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus Nord 5 vs OnePlus Nord CE 5: ব্যাটারি আর চার্জিং

Nord 5 মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে বিশাল ৬৮০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে CE 5 ডিভাইসটি ৭১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।