Redmi Turbo 4 Pro: নতুন পিঙ্ক গোল্ড লুকে হাজির রেডমি টার্বো ৪ প্রো, দুর্দান্ত ক্যামেরা সহ আছে ৭৫৫০mAh ব্যাটারি

ঘোষণা মতো আজ Redmi Turbo 4 Pro এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ হল। এই নতুন কালার ভ্যারিয়েন্টের নাম ‘পিঙ্ক গোল্ড’ (Pink Gold)। গোলাপি ও পিচ টোনের মিশেলে আশা এই কালার অপশন আলোতে ঝলমল করে ওঠে। গ্লিটার ফিনিশের মেটালিক টেক্সচার আর ম্যাট গ্লাস ব্যাক একসঙ্গে Redmi Turbo 4 Pro ফোনকে দিয়েছে একটা ঝকঝকে ফ্যাশন ফরওয়ার্ড লুক। যদিও নতুন কালার ছাড়া এর স্পেসিফিকেশন মূল মডেলের মতোই রাখা হয়েছে। আসুন এই ভ্যারিয়েন্টের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Redmi Turbo 4 Pro এর পিঙ্ক গোল্ড ভার্সনের দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

রেডমি টার্বো ৪ প্রো এর পিঙ্ক গোল্ড কালার অপশন একাধিক র‍্যাম ও স্টোরেজ কম্বিনেশনে পাওয়া যাবে। চীনে এর দাম শুরু হয়েছে ১,৮৯৯ ইউয়ান থেকে (প্রায় ২২,৬০০ টাকা)। নিচে প্রতিটি ভ্যারিয়েন্টের দাম দেওয়া হল –

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২২,৬০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,২০০ টাকা)

১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৮০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ: ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,২০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ: ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৮০০ টাকা)।

জানিয়ে রাখি, আন্তর্জাতিক বাজারে এই ফোনটিই Poco F7 নামে পরিচিত। যদিও এই নতুন কালার অপশন গ্লোবাল বাজারে উপলব্ধ নয়।

Redmi Turbo 4 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি টার্বো ৪ প্রো স্মার্টফোনে আছে ৬.৮৩ ইঞ্চি ফ্ল্যাট এলটিপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। এখানে ব্যবহৃত হয়েছে M9 লুমিনাস ম্যাটেরিয়াল, সঙ্গে থাকছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং। এই ডিসপ্লে HDR10+ ও ওয়েট-ফিঙ্গার টাচ সাপোর্ট করবে, অর্থাৎ ভেজা আঙুলেও স্ক্রিন ঠিকঠাক কাজ করবে।

পারফরম্যান্সের জন্য রেডমি টার্বো ৪ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এর সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 4 Pro মডেলে দেওয়া হয়েছে ৭,৫৫০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।