Airtel নম্বর রিচার্জ করলে ২৫ পর্যন্ত ক্যাশব্যাক, শপিং-ফুড অর্ডারে বোনাস, কীভাবে পাবেন জানুন

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) শুধু প্রিপেইড বা পোস্টপেইড পরিষেবা দেয় না, এর সাথে ব্রডব্যান্ড ও DTH পরিষেবা অফার করে। ফলে আমাদের মধ্যে অনেকেই সংস্থার কোনো না কোনো পরিষেবা ব্যবহার করি এবং নিয়মিত রিচার্জ করি। স্বাভাবিকভাবে এখন রিচার্জ করার ক্ষেত্রে কোনো ছাড় পাওয়া যায় না, উল্টে প্ল্যাটফর্ম ফি দিতে হয়। তবে Airtel গ্রাহকরা চাইলে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। আজ্ঞে হ্যাঁ! Airtel, Axis Bank-এর সাথে হাত মিলিয়ে Airtel Axis Bank ক্রেডিট কার্ড নিয়ে এসেছে, আর এই ক্রেডিট কার্ডের মাধ্যমেই ক্যাশব্যাক পাওয়া যাবে।
রিচার্জে ২৫ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Airtel
এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে রিচার্জ বা ইউটিলিটি পেমেন্টে সরাসরি মোটা অঙ্কের ক্যাশব্যাক পাওয়া যাবে। এরজন্য Airtel Thanks App থেকে রিচার্জ করতে হবে। এক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। তবে শুধু এয়ারটেল পরিষেবা নয়, অন্যান্য কোম্পানির বিল পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা উপভোগ করা যাবে। ক্যাশব্যাক পেমেন্টের ৬০ দিনের মধ্যে প্রসেস হয়ে সরাসরি ক্রেডিট কার্ডের স্টেটমেন্টে যোগ হয়ে যাবে।
রিচার্জ ছাড়াও খাবার অর্ডার কিংবা গ্রোসারি শপিংয়ের ক্ষেত্রেও দারুণ বোনাস পাওয়া যাবে। Zomato, Swiggy বা Bigbasket প্ল্যাটফর্মে পেমেন্ট করলে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এমনকি পেট্রোল পাম্পে ফুয়েল ভরালে ১ শতাংশ সারচার্জও মাফ হয়ে যাবে।
Airtel Axis Bank ক্রেডিট কার্ড কীভাবে পাবেন
এতক্ষণ পড়ে নিশ্চয়ই এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড নিতে ইচ্ছা করছে। তাহলে সরাসরি আপনাকে Airtel Thanks App অথবা Axis Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে। বাৎসরিক ফি অবশ্য ৫০০ টাকা, তবে যদি বছরে ২ লাখ টাকার বেশি খরচ করেন, তাহলে ফি মাফ।