Flipkart সেলে Realme ফোনে বাম্পার ডিসকাউন্ট, ১৫ হাজার টাকার কমে সেরা ৫জি স্মার্টফোন

Realme ফের বাজেট ফোন প্রেমীদের জন্য একগুচ্ছ অফার নিয়ে হাজির হল। যারা নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, Flipkart-এর GOAT সেল হতে পারে তাদের জন্য আদর্শ সময়। ১১ জুলাই থেকে শুরু হওয়া এই সেলে Realme-এর বেশ কিছু জনপ্রিয় মডেল কম দামে বিক্রি হবে। এই সেলে সরাসরি ডিসকাউন্ট ছাড়াও, কুপন ছাড় ও নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে‌ অফারের সুবিধাও থাকছে। এমনকি পুরনো ফোন এক্সচেঞ্জ করলেও অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে ব্যাঙ্ক ডিসকাউন্ট আর এক্সচেঞ্জ অফার একসঙ্গে উপভোগ করা যাবে না।

Flipkart GOAT সেলে কোন কোন Realme ফোন অফারে কেনা যাবে

Realme P3 Ultra 5G

রিয়েলমি পি৩ আল্ট্রা ৫জি স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্ট্রা প্রসেসর। গেমাররা এই ডিভাইসে ৯০এফপিএসে BGMI গেম খেলতে পারবেন। এই ফোনে আছে আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। সেলে এই ডিভাইসটি কেনা যাবে ২০,৯৯৯ টাকায়।

Realme P3 Pro 5G

ফ্লিপকার্ট গোট সেলে ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে রিয়েলমি পি৩ প্রো ৫জি। এতে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ১.৫কে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে OIS-এর সঙ্গে Sony IMX896 সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Realme P3 5G

এটি ভারতের প্রথম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর চালিত স্মার্টফোন। এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি, আর ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এতে আইপি৬৯ রেটিং থাকায় জল লাগলেও চিন্তা নেই। এই ফোনটি সেলে ১৪,৯৯৯ টাকা থেকে কেনা যাবে।

অতিরিক্ত ডিসকাউন্ট রয়েছে

সেলে আপনি যদি অ্যাক্সিস, এইচডিএফসি বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করেন, তাহলে আরও কিছু অতিরিক্ত ছাড় পাবেন। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলেও অনেক ডিসকাউন্ট দেওয়া হবে।