২৪,০০০ টাকা ছাড়, Flipkart GOAT সেলে Samsung Galaxy S24 FE ও Galaxy A35 5G বিক্রি হচ্ছে অবিশ্বাস্য দামে

স্যামসাংয়ের নতুন কোনো ফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে এখনই সেরা সময়! কারণ ফ্লিপকার্টে শুরু হয়েছে GOAT সেল, আর এই সেলে Galaxy সিরিজের বেশ কিছু হটসেলিং স্মার্টফোন বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। আপনি সর্বোচ্চ ২৪,০০০ টাকা ছাড়ে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির ডিভাইস কিনতে পারবেন। ফলে নতুন ফোন কিনতে চাইলে এমন সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। সেলে সরাসরি ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস ও ইএমআই অপশনও পাওয়া যাবে।

Samsung Galaxy S24 FE

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির আসল দাম ৫৯,৯৯৯ টাকা। কিন্তু এখন ফ্লিপকার্ট GOAT সেলে এই ফোন বিক্রি হচ্ছে ৩৫,৯৯৯ টাকায়। অর্থাৎ সরাসরি ২৪,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে।

ফিচারের কথা বললে, Samsung Galaxy S24 FE স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ২৪০০ই প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে OIS-সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এর সাথে এই ডিভাইসে Galaxy AI ফিচার পাওয়া যাবে, যার মধ্যে আছে সার্কেল টু সার্চ, লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট, ইন্টারপ্রিটার মোড ইত্যাদি। কোম্পানি নিশ্চিত করেছে যে, ফোনটি ৭ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে।

Samsung Galaxy A35 5G

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি এর আগে দাম ছিল ৩০,৯৯৯ টাকা, কিন্তু এখন GOAT সেলে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায়। ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে এই দাম আরও কমানো যাবে।

Samsung Galaxy A35 5G ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি IP67 রেটিং সহ এসেছে, অর্থাৎ জল ও ধুলো থেকে নিরাপদ থাকবে। এই হ্যান্ডসেটটি ৪ বছর পর্যন্ত OS আপডেট পাবে বলে জানিয়েছে কোম্পানি।