iPhone 17 সিরিজে চমকের ছড়াছড়ি, iPhone 17 Air মডেলের রঙ, চিপ ও ডিজাইনে দেখা যাবে নতুনত্ব

অ্যাপল প্রোডাক্ট প্রেমীদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। কারণ আসন্ন iPhone 17 সিরিজ নিয়ে ইতিমধ্যেই নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যেই সবচেয়ে আলোচিত মডেল হয়ে উঠেছে ‘iPhone 17 Air’। গত সপ্তাহে একের পর এক রিপোর্ট থেকে স্পষ্ট হচ্ছে যে, এই সিরিজে অ্যাপল কিছু পরিবর্তন আনতে চলেছে। কালার অপশন থেকে শুরু করে নতুন চিপসেট, এমনকি ইউআই (UI) ডিজাইনেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ আবার জনপ্রিয় এক টিপস্টার iPhone 17 Air মডেলের সবচেয়ে নজরকাড়া কালার অপশনের নাম জানিয়েছে।

iPhone 17 Air আসবে চারটি কালার অপশনে

টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল তার সাম্প্রতিক উইবো পোস্টে দাবি করেছেন, আইফোন ১৭ এয়ার মডেলের সবচেয়ে আলোচিত মডেল হবে লাইট ব্লু কালার অপশনটি। কিছুদিন আগে পরিচিত অ্যাপল লিকার, মাজিন বু এই ফোনের একটি রেন্ডার শেয়ার করেন, যেখানে দেখা যায় ডিভাইসটি চারটি রঙে আসবে : ব্ল্যাক, সিলভার, লাইট গোল্ড আর আলোচিত লাইট ব্লু।

রঙের পাশাপাশি আইফোন ১৭ এয়ার ডিভাইসের চিপসেট নিয়েও বড় খবর এসেছে। জানা গেছে, এতে নতুন এ১৯ প্রো চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে, যা এখনও পর্যন্ত অ্যাপলের সবচেয়ে শক্তিশালী চিপসেট হবে। আগে ভাবা হচ্ছিল এই ফোনে A19 চিপ ব্যবহার করা হবে। যদিও রিপোর্টে বলা হয়েছে, এই A19 Pro চিপে Pro মডেলগুলির চেয়ে একটি জিপিইউ কোর কম থাকবে।

এদিকে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সদ্য দাবি করেছেন, iPhone 17 সিরিজের সব মডেলেই থাকবে পাতলা বেজেল, যেটা গত বছর কেবল Pro মডেলগুলির ক্ষেত্রে দেখা গিয়েছিল। পাশাপাশি, ডায়নামিক আইল্যান্ড ফিচারের জন্যও নতুন ইউআই ডিজাইনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে এই ডায়নামিক আইল্যান্ড-এর ইউআই আপডেট নিয়ে বিতর্ক রয়েছে। সফটওয়্যারের এমন পরিবর্তন সম্পর্কে কোনো সাপ্লাই চেইন সূত্র কীভাবে আগাম জানতে পারছে, সেটা নিয়ে প্রশ্ন সামনে এসেছে। যদিও এটুকু বলা যায়, অ্যাপল যদি সত্যিই ডায়নামিক আইল্যান্ড ছোট করে, তাহলে সেটা অবশ্যই একটা বড় পদক্ষেপ হবে।