১৫ হাজার টাকার কমে বাজারে আসছে Vivo Y50 5G ও Vivo Y50m 5G, বড় ডিসপ্লে সহ পাবেন ডুয়েল ক্যামেরা

Vivo নতুন দুটি Y-সিরিজের স্মার্টফোনের উপর কাজ করছে। সম্প্রতি চীনা টেলিকম ওয়েবসাইটে Vivo Y50 5G এবং Vivo Y50m 5G মডেল দুটিকে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে ডিভাইস দুটির স্পেসিফিকেশন, সম্ভাব্য লঞ্চের তারিখ এবং ডিজাইন রেন্ডার প্রকাশ্যে এসেছে। ফোন দুটি দেখতে প্রায় একই রকম, আর এদের ফিচারের মধ্যেও অনেক মিল থাকবে। এর অর্থ, Vivo Y50 5G এবং Vivo Y50m 5G একই প্ল্যাটফর্মে নির্ভর হতে পারে। তবে এদের দামে সামান্য পার্থক্য থাকতে পারে।
Vivo Y50 5G এবং Vivo Y50m 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
চীনা টেলিকম ডেটাবেস অনুযায়ী, ভিভো ওয়াই৫০ ৫জি এর মডেল নম্বর V2443A এবং ভিভো ওয়াই৫০এম ৫জি-এর মডেল নম্বর V2443BA। উভয় স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট (MT6835T) এবং ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এখানে একটা ছোট পার্থক্য নজরে পড়বে। ভিভো ওয়াই৫০ ৫জি ফোনে থাকবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম।
যেখানে আর ভিভো ওয়াই৫০এম ৫জি এর স্ক্রিন রেজোলিউশন থাকবে ১৬০০x৭২০ (এইচডি প্লাস) পিক্সেল। ফটোগ্রাফির জন্য দুটো ফোনে একই সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সাপোর্ট করবে।
Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোন দুটি মোট চারটি স্টোরেজ অপশনে আসবে – ৪ জিবি + ১২৮ জিবি, ৬ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি। ডিভাইসগুলি প্ল্যাটিনাম, আজ়ার (নীলচে ছায়া) এবং ডায়মন্ড ব্ল্যাক কালার অপশনে আসবে।
Vivo Y50 5G এবং Vivo Y50m 5G এর দাম (সম্ভাব্য)
চীনে ভিভো ওয়াই সিরিজের নতুন দুটি স্মার্টফোনের দাম শুরু হয়েছে ১২৯৯ ইউয়ান থেকে, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,০০০ টাকার কাছাকাছি। যদিও কোন মডেলের দাম কত থাকবে তা এখনও জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী, Vivo Y50 5G বাজারে আসবে ১৫ জুলাই, ২০২৫ তারিখে।
Vivo Y50 5G এবং Vivo Y50m 5G এর ডিজাইন
Y50 সিরিজের উভয় ডিভাইসের চারপাশে ফ্ল্যাট প্যানেল, সরু বেজেল, আর উপরের দিকে ওয়াটারড্রপ নচ দেখা যাবে। তবে নিচের চিনটা তুলনামূলকভাবে কিছুটা মোটা হবে। পিছনের দিকে উপরের বাম কোণায় থাকবে লম্বালম্বি ক্যামেরা মডিউল, যার মধ্যে দুটো ক্যামেরা সেন্সর, একটি এলইডি রিং এবং দুটি আলাদা এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। নিচের দিকে দেখা যাবে ক্লাসিক্যাল ‘Vivo’ ব্র্যান্ডিং।
Vivo Y50 5G এবং Vivo Y50m 5G এর ডান পাশে থাকবে পাওয়ার বাটন, যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করবে। সাথে থাকবে ভলিউম রকার, আর বাম পাশে দেখা যাবে ডুয়েল সিম স্লট। ডিভাইসগুলির নিচের অংশে ইউএসবি টাইপ-সি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক ও মাইক্রোফোন হোল থাকবে।