Amazon Prime Day: স্মার্টফোনের দামে বিরাট পতন, Redmi, Vivo, Samsung, iPhone কিনুন প্রায় অর্ধেক মূল্যে

অ্যামাজনের বহুল জনপ্রিয় Prime Day 2025 সেল আজ ১২ জুলাই মধ্যরাত থেকে শুরু হয়েছে। সেল উপলক্ষে ই-কমার্স জায়ান্টটি একাধিক স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। আপনি OnePlus, Samsung, Redmi, Vivo, iQOO, Honor, Acer, itel-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোনগুলি অনেক কম দামে কিনে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে অ্যামাজন প্রাইম ডে সেলের অফারগুলি কেবল প্রাইম মেম্বাররা উপভোগ করতে পারবে। আর স্টক শেষ না হওয়া পর্যন্ত অফারগুলির লাভ ওঠানো যাবে।
Amazon Prime Day সেলে মোবাইল ফোনে অফার
iQOO, OnePlus, Redmi ফোনে অফার
অ্যামাজন প্রাইম ডে সেলে সদ্য ভারতে লঞ্চ হওয়া OnePlus Nord 5 কেনা যাবে ২৯,৯৯৯ টাকায়, যেখানে এর আসল দাম ৩৪,৯৯৯ টাকা। iQOO Z10 5G মডেলটি ২৫,৯৯৯ টাকার বদলে এই সেল থেকে কিনে নেওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এদিকে Redmi 13 5G মডেলটি মাত্র ১০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে, যার আসল দাম ১৭,৯৯৯ টাকা।
Samsung, Acer, Vivo ফোনে ছাড়
Samsung ফোন প্রেমীদের জন্য Galaxy M16 5G মডেলটি পাওয়া যাচ্ছে ১০,৭৪৯ টাকায়, যার আসল দাম ১৫,৯৯৯ টাকা। আর Honor 200 5G কেনা যাবে ২০,৯৯৯ টাকায়, যার আসল দাম প্রায় দ্বিগুণ ৩৯,৯৯৯ টাকা। Acer ZX 5G এর মতো নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন অ্যমাজন প্রাইম ডে সেলে মাত্র ৮,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে, যার আগে দাম ছিল ১৮,৯৯৯ টাকা। Vivo-র V50 5G মডেলটিও এখন কিনতে পারবেন ৩৪,৯৯৯ টাকায়, যেখানে আসল দাম ছিল ৩৯,৯৯৯ টাকা।
৫০০০ টাকার কমে স্মার্টফোন
বাজেট কম থাকলেও চিন্তা নেই। এই সেলে itel ZENO 10 এর অফার প্রাইস শুরু হচ্ছে ৪,৭৭০ টাকা থেকে, যা সাধারণ সময় ৫,৭৯৯ টাকায় বিক্রি হয়।
আরও কিছু চমকপ্রদ অফার
অ্যামাজন প্রাইম ডে সেলে Samsung Galaxy M36 5G এর দাম শুরু হচ্ছে ১৬,৪৯৯ টাকা থেকে, OnePlus Nord CE 5 মডেলটি মিলছে ২২,৯৯৯ টাকা থেকে, iQOO Z10 Lite 5G মাত্র ৯,৪৯৯ টাকা থেকে কেনা যাবে। এছাড়া Realme Narzo 80 Lite 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ১০,৪৯৯ টাকায়, iQOO 13 Ace Green ডিভাইসটি ৬১,৯৯৯ টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৫২,৯৯৯ টাকায়। এদিকে Honor X9c এর দাম নেমে এসেছে ১৯,৯৯৯ টাকা তে, আর LAVA Storm Lite 5G মিলছে মাত্র ৭,১৯৯ টাকায়।
অনেক সস্তায় iPhone
Samsung Galaxy S24 Ultra আর iPhone 15 এই সেলে সবথেকে আকর্ষণীয় দামে পাওয়া যাবে। Samsung Galaxy S24 Ultra 5G মাত্র ৭৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে, যার আসল দাম ১,৩৪,৯৯৯ টাকা। আর Apple iPhone 15 বাড়ি নিয়ে যাওয়া যাবে ৫৭,২৪৯ টাকায়, যার আসল দাম ৬৯,৯০০ টাকা।