৫ হাজার টাকা দাম কমলো স্টাইলিশ ডিজাইনের Motorola G85 5G ফোনের, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

ফ্লিপকার্টে চলছে GOAT সেল, আর সেই সেলে Motorola-র জনপ্রিয় ৫জি স্মার্টফোন Moto G85 অনেক কম দামে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, দুর্দান্ত ৩ডি কার্ভড AMOLED ডিসপ্লে ও প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন সহ আসা এই মোটোরোলা ডিভাইস মাত্র ১৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে এর আসল দাম ২০,৯৯৯ টাকা। অর্থাৎ সরাসরি ৫০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর যদি আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জে করেন তাহলে প্রায় ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আর এই এক্সচেঞ্জ ভ্যালু যদি পেয়ে যান তাহলে Motorola G85 5G মাত্র ১০,০০০ টাকায় আপনার হতে পারে।
মোটোরোলার এই ডিভাইসটি গত বছর ভারতে লঞ্চ হয়েছিল। যারা বাজেটের মধ্যে স্টাইলিশ ও পাওয়ারফুল ফোন খোঁজ করছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি আদর্শ। এটি চারটি কালার অপশন এসেছে – কোবাল্ট ব্লু, অলিভ গ্রিন, আর্বান গ্রে ও ভিভা ম্যাগেন্টা।
Motorola G85 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
মোটোরোলা জি৮৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ৩ডি কার্ভড AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত আর ব্রাইটনেস ১৬০০ নিটস। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস।
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলে। এই ফোনে আকর্ষণীয় AI ফিচারও আছে। ব্যাটারি ব্যাকআপের জন্য মোটোরোলা জি৮৫ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট করে।
ফোনটি IP52 রেটিং সহ আসায়, সামান্য জল বা ধুলো থেকে সুরক্ষা দেবে। সাউন্ডের জন্য এতে ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত। ফটোগ্রাফির জন্য Motorola G85 5G এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।