অপেক্ষা শেষ! Infinix GT 30 ভরপুর গেমিং ফিচার সহ এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে

অপেক্ষার অবসান ঘটিয়ে ইনফিনিক্স আজ ভারতে তাদের মিড রেঞ্জ ফোন Infinix GT 30 এর লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ৮ আগস্ট ডিভাইসটি ভারতে আসবে। ইতিমধ্যেই Flipkart এবং Infinix-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোনের জন্য একটি ডেডিকেটেড পেজ লাইভ করা হয়েছে। এখান থেকে কয়েকদিন পরপর Infinix GT 30 এর মুখ্য ফিচার ও স্পেসিফিকেশন সামনে আনা হচ্ছে। আজ এই মাইক্রোসাইট থেকেই ডিভাইসটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে।

Infinix GT 30 এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

Infinix GT 30 ডিভাইসের সামনে দেখা যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে এবং এই ডিসপ্লে ১০ বিট কালার সাপোর্ট করবে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৪৫০০ নিটস হতে পারে। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৭আই দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য ইনফিনিক্স জিটি ৩০ ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। এর সঙ্গে থাকবে ৮ জিবি LPDDR5x ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম। এতে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজও পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৭,৭৯,০০০-রও বেশি স্কোর করেছে।

গেমারদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হচ্ছে Infinix GT 30। এতে BGMI গেমের 90fps গেমিং মোড সাপোর্ট করবে। এর সাথে পাওয়া যাবে কাস্টমাইজেবল গেমিং ট্রিগার বাটন, জোন টাচ মাস্টার, এআই ম্যাজিক ভয়েস চেঞ্জার, ই-স্পোর্টস মোড।

সফটওয়্যারের কথা বললে, স্মার্টফোনটি XOS 15-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এই অপারেটিং সিস্টেমে এআই কল অ্যাসিস্ট্যান্ট, এআই রাইটিং টুল এবং ফোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

Infinix GT 30 এর কালার অপশন

ইনফিনিক্স জিটি ৩০ তিনটি কালার অপশনে পাওয়া যেতে পারে, যেগুলি হল পালস গ্রিন, সাইবার ব্লু ও ব্লেড হোয়াইট। প্রতিটি মডেলের পিছনে দেখা যাবে LED MechLights, যা কাস্টমাইজ করা যাবে।