Samsung Galaxy S25 SE বিশেষ ডিজাইন সহ লঞ্চ হচ্ছে, ফাঁস হল রেন্ডার সহ ফিচার

স্যামসাংয়ের পরবর্তী ফ্যান এডিশন স্মার্টফোন Samsung Galaxy S25 FE নিয়ে একের পর এক নতুন নতুন তথ্য ফাঁস হচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, এই ফোনটি চারটি আকর্ষণীয় কালার অপশনে বাজারে আসতে পারে – লাইট ব্লু, ডার্ক ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট। আর আজ ফাঁস হওয়া রেন্ডার থেকে স্পষ্ট যে, এর ডিজাইনে কিছুটা পরিবর্তন দেখা যাবে। Samsung Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাট ব্যাক প্যানেল সহ আসবে।
Samsung Galaxy S25 FE এর রেন্ডার ফাঁস
সম্প্রতি একটি ডাচ টেক পোর্টাল থেকে Samsung Galaxy S25 FE এর রেন্ডার শেয়ার করা হয়েছে। ছবিগুলি থেকে জানা গেছে, S24 FE-এর উত্তরসূরি এই মডেলের বাঁ দিকটা হয়তো পুরোপুরি বাটন বিহীন হবে। আর এতে দুটি অ্যান্টেনা ব্যান্ড থাকতে পারে।
এছাড়া আরও জানা গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই ফোনটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। গ্যালাক্সি এস২৪ এফই ডিভাইসটিও একই স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল।
Samsung Galaxy S25 FE এর ফিচার ও স্পেসিফিকেশন
আসন্ন Galaxy S25 FE মডেলের সামনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হতে পারে। আর পারফরম্যান্সের জন্য দেওয়া হতে পারে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২৪০০ চিপসেট।
এদিকে ক্যামেরার কথা বললে, ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। যেখানে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৮ মেগাপিক্সেল ৩x টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।