৫৫০০ টাকার কমে ৬ জিবি র্যামের Tecno Pop 9 ফোন, Amazon Freedom সেলে দারুন অফার

কম দামে গড়পড়তা পারফরম্যান্সের কোনো স্মার্টফোন খোঁজ করলে Tecno Pop 9 বেছে নিতে পারেন। অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে ফোনটি দারুণ অফার সহ পাওয়া যাচ্ছে। এতে আছে ৩ জিবি ফিজিক্যাল ও ৩ জিবি ভার্চুয়াল র্যাম সহ মোট ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর এখন অ্যামাজন ইন্ডিয়ায় মাত্র ৬০৯৮ টাকায় কেনা যাচ্ছে Tecno Pop 9। আবার ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আরও ৬০৯ টাকা ডিসকাউন্ট মিলবে। ফলে ডিভাইসটি ৫৫০০ টাকারও কম মূল্যে কিনে নেওয়া যাবে।
Tecno Pop 9 এর সাথে অন্যান্য অফার
যদিও অফার এখনও শেষ হয়নি। কারণ হ্যান্ডসেটটি ৩০৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারেও সেলে পাওয়া যাচ্ছে। আর যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে আরও অনেক কমে কিনে নিতে পারবেন Pop 9। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরানো ফোনের ব্র্যান্ড, অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির ওপর।
Tecno Pop 9 এর ফিচার ও স্পেসিফিকেশন
টেকনো পপ ৯ ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬১২x৭২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য পিছনে LED ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অডিওর জন্য রয়েছে DTS সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার।