ভারতে লঞ্চ হল REDMI এর নতুন লোগো, প্রথমবার দেখা যাবে Redmi 15 5G স্মার্টফোনে

Xiaomi তাদের জনপ্রিয় সাব-ব্র্যান্ড, রেডমি এর লোগোতে পরিবর্তন আনলো। ভারতীয় ক্রেতারা শীঘ্রই নতুন লোগো সহ ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন। বুধবার শাওমি ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, নতুন লোগোয় উজ্জ্বল লাল রঙে বড় হাতের ‘REDMI’ লেখা দেখা যাবে। এই নতুন ব্র্যান্ড পরিচিতি প্রথমবার নজরে আসবে Redmi 15 5G স্মার্টফোনে। আগামী ১৯ আগস্ট এটি লঞ্চ হবে।
REDMI লোগো পরিবর্তন নিয়ে Xiaomi কি বলেছে
শাওমির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৪ সালে থেকে রেডমি ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীদের সাথে জুড়ে আছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন ব্যবহারকারীদের রুচি ও লাইফস্টাইলে পরিবর্তন এসেছে, আর সেই বিবর্তনেরই প্রতিফলন এই নতুন পরিচিতি। কোম্পানির সিওও সুধীন মাথুর এই বিষয়ে জানান, “যুব ভারত সাহসী কিন্তু বাস্তববাদী, উচ্চাকাঙ্ক্ষী কিন্তু আত্মসচেতন, নতুন REDMI লোগো সেই মানসিকতাকেই তুলে ধরবে।”
২০২৪ সালে প্রথমবার লোগো তে পরিবর্তন এনেছিল Redmi
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবার প্রকাশ পায় রেডমির নতুন লোগো। চীনে Redmi K80 সিরিজের লঞ্চ ইভেন্টে নতুন এই লোগোর উপর থেকে পর্দা সরানো হয়। এরপর ধাপে ধাপে গ্লোবাল মার্কেটে নতুন লোগো সহ ফোন লঞ্চ করা হয়। এখন ভারতেও নতুন লোগো চলে এল।
ভারতে ব্যাপক জনপ্রিয় Redmi
২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ভারতে রেডমি ২২ কোটির বেশি স্মার্টফোন বিক্রি করেছে। আর সারা বিশ্বে বিক্রির পরিমাণ প্রায় ১.১ বিলিয়ন। ভারতীয় বাজারে আসার মাত্র দুই বছরের মাথায় কোম্পানিটি আয় করেছিল ১ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৮,৭৬৫ কোটি টাকার সমান। এদেশে ২০১৭ সালে ৯,৯৯৯ টাকায় লঞ্চ করা Redmi Note 4 ডিভাইসটি তুমুল জনপ্রিয় হয়েছিল।