২২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, Samsung Galaxy S25 Ultra ফ্রিডম সেলে সবচেয়ে কম দামে কেনার সুযোগ

চলমান Amazon Great Freedom Festival Sale এবার শেষের দিকে। এরপর ফের বেশি দামে ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র কিনতে হবে। তাই পছন্দসই জিনিস কম দামে কিনে নেওয়ার এটাই সেরা সময়। আপনি স্মার্টফোন, ট্যাবলেট, এয়ার কন্ডিশনার থেকে শুরু করে নানা হোম অ্যাপ্লায়েন্স, এই সেলে কম দামে কিনতে পারবেন। তবে এই প্রতিবেদনে আমরা একটি স্মার্টফোনের ওপরে আফারের বিষয়ে বলবো। চলতি Amazon Great Freedom Festival সেলে আপনি অনেক সস্তায় Samsung Galaxy S25 Ultra ডিভাইসটি কিনতে পারবেন।
Samsung Galaxy S25 Ultra এর দাম ও ফ্রিডম সেল অফার
Samsung Galaxy S25 Ultra মডেলের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ফোনটি ১৭ শতাংশ ছাড়ে ১,০৭,২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও কম দামে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর দাম ছিল ১,৪১,৯৯৯ টাকা, তবে সেলে এটি ১,২৬,৯৯৯ টাকায় কেনা যাবে।
তবে ১ টিবি ভ্যারিয়েন্টে কোনো ছাড় নেই। এখনও এই ভ্যারিয়েন্ট ১,৬৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি চারটি প্রিমিয়াম ফিনিশে এসেছে, এগুলি হল – টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম সিলভারব্লু ও টাইটানিয়াম হোয়াইটসিলভার।
Samsung Galaxy S25 Ultra এর ওপর অন্যান্য অফার
সরাসরি ডিসকাউন্ট ছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় আদায় করে নেওয়া যাবে। আবার Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট হোল্ডাররা সর্বোচ্চ ৫,৩৬৪ টাকা ক্যাশব্যাক অ্যামাজন পে ব্যালেন্স হিসেবে পাবেন। স্মার্টফোনটি ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই সহ কেনা যাবে।