iPhone 17 Air হবে Galaxy S25 Edge এর থেকেও পাতলা, আগামী মাসেই বড় চমক আনছে Apple

iPhone 17 সিরিজে এবছর নতুন মডেল হিসেবে যুক্ত হতে চলেছে iPhone 17 Air। এই ফোনটি Samsung Galaxy S25 Edge আল্ট্রা-স্লিম মডেলকে টেক্কা দেবে। এটি সবচেয়ে পাতলা আইফোন মডেল হবে বলে জানা গেছে, যেটি মাত্র ৫.৫ মিমি পুরু হবে বলে গুঞ্জন রয়েছে। যেখানে স্যামসাংয়ের ডিভাইসটি ৫.৮ মিমি পুরু। অর্থাৎ গুঞ্জন সত্যি হলে Apple এবছর যে বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

iPhone 17 Air এর লঞ্চের তারিখ

যদিও অ্যাপল এখন iPhone 17 সিরিজের লঞ্চের দিন ঘোষণা করেনি। তবে আমাদের অনুমান, আগামী ৯-১২ সেপ্টেম্বরের মধ্যে iPhone 17 Air সহ সিরিজের সমস্ত মডেলের উপর থেকে পর্দা সরানো হবে। আর এদের প্রি-অর্ডার শুরু হতে পারে ১৯ সেপ্টেম্বর থেকে।

iPhone 17 Air এর ফিচার ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ার মডেলে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে, যা প্রো ও প্রো ম্যাক্স-এর মাঝামাঝি অবস্থান করবে। এতে ProMotion ডিসপ্লে পাওয়া যেতে পারে, যার রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে A19 Pro চিপ ব্যবহার করা হতে পারে, যদিও এতে কোরের সংখ্যা কম থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য iPhone 17 Air এর পিছনে ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা পাওয়া যেতে পারে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকতে পারে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যাপলের নিজস্ব C1 মডেম সহ আসা দ্বিতীয় আইফোন হতে পারে। এই চিপটি প্রথমবার iPhone 16e মডেলে দেওয়া হয়েছিল।