Vivo T4 Pro এই মাসেই দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, উপস্থিত হল Airtel 5G Plus ফোনের লিস্টে

কয়েকদিন আগেই ভারতে এসেছে Vivo T4R 5G। এবার সিরিজের প্রো মডেল হিসেবে Vivo T4 Pro লঞ্চ হতে চলেছে। আসলে আজ Airtel 5G Plus-এর কম্প্যাটিবল হ্যান্ডসেটের লিস্টে এই ফোনকে খুঁজে পাওয়া গেছে। পাশাপাশি জনপ্রিয় টিপস্টার @heyitsyogesh এই স্মার্টফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশকিছু তথ্য শেয়ার করেছেন। তার এক্স পোস্ট থেকে Vivo T4 Pro এর লঞ্চের সময়, দাম ও ক্যামেরা ফিচার সম্পর্কে জানা গেছে। এটি গতবছর আগস্টে আসা Vivo T3 Pro এর উত্তরসূরি মডেল হবে।

Vivo T4 Pro আগস্টের শেষেই লঞ্চ হচ্ছে

টিপস্টার @heyitsyogesh এর দাবি, Vivo T4 Pro ভারতে চলতি মাসের শেষদিকে আসতে চলেছে। তবে তিনি এর সঠিক লঞ্চের তারিখ জানাতে পারেননি। এছাড়া তার অনুমান, ভারতে ফোনটির দাম রাখা হতে পারে ৩০ হাজার টাকার কম।

Vivo T4 Pro এর ক্যামেরা ফিচার

ভিভো টি৪ প্রো ডিভাইসে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সরযুক্ত ৩x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে বলে টিপস্টার জানিয়েছেন। আর এর সামনে এবং পিছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে। যদিও অন্যান্য ক্যামেরা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও অজানা।

Vivo T3 Pro এর ফিচার এক নজরে

গতবছর আগস্টে লঞ্চ হওয়া এই ভিভো ফোনে ছিল ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছিল।

আর Vivo T3 Pro এর ব্যাটারি সেকশনে ছিল ৫৫০০ এমএএইচ ইউনিট, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পিছনে দেওয়া হয়েছিল ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। আর সামনে ছিল ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।