Nubia Air এর ডিজাইন হবে iPhone 17 Air এর মতো, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

চলতি বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে iPhone 17 Air। এই ডিভাইসকে টেক্কা দিতে ইতিমধ্যেই বাজারে উপস্থিত Samsung Galaxy S25 Edge। এছাড়াও শীঘ্রই আসছে Nubia Air। কিছুদিন আগেই টিপস্টার ইভান ব্লাস এই ফোনের স্কেম্যাটিক শেয়ার করে প্রথমবারের মতো এর ডিজাইন সামনে আনেন। সেখানে দেখা যায়, এর চেহারার সাথে iPhone 17 Air-এর কিছুটা মিল থাকবে। আজ আবার স্মার্টফোনটির অফিসিয়াল রেন্ডার ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Nubia Air মডেলের অফিসিয়াল ছবি প্রকাশ্যে

ইভান ব্লাস আজ Nubia Air এর অফিসিয়াল ছবি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন। ডিভাইসটি চ্যাম্পেন গোল্ড ফিনিশ সহ আসবে বলে জানা গেছে। এটি দেখতে বেশ মার্জিত। আর সামনে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং চারপাশে সরু বেজেল দেখা যাবে। ফোনটির পিছনে গুগল পিক্সেল ফোনের মতো ক্যামেরা মডিউল দেখা যাবে, যার মধ্যে তিনটি লেন্স, এলইডি ফ্ল্যাশ এবং লাল রঙের একটি সেন্সর থাকবে।

আবার নুবিয়া এয়ার এর নিচের দিকে পাওয়া যাবে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন ও সিম ট্রে। উপরের দিকে সেকেন্ডারি মাইক্রোফোন থাকবে। আর ডান পাশে আছে ভলিউম রকার ও লাল রঙের পাওয়ার বাটন, যদিও বাম পাশে কিছুই নেই।

Nubia Air এর ফিচার

টিপস্টার আরও বলেছেন, Nubia Air মডেলে থাকবে ৬.৭৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন হবে ১২২৪ x ২৭২০ পিক্সেল। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম ও Unisoc T8300 অক্টা-কোর প্রসেসর সহ আসবে। আর স্মার্টফোনটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য Nubia Air এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ০.০৮ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।