Tecno Spark Go 5G: সেগমেন্টের সবচেয়ে পাতলা 5G ফোন ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে

চলতি বছরের শুরুতে ভারতে এসেছিল Tecno Spark Go 2 স্মার্টফোন, যার দাম রাখা হয়েছিল মাত্র ৬,৯৯৯ টাকা। 4G কানেক্টিভিটি সহ আসা এই ডিভাইসে ছিল ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এবার ব্র্যান্ডটি সিরিজের নতুন মডেল হিসেবে Tecno Spark Go 5G লঞ্চ করতে চলেছে। অ্যামাজন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। আর এই মাইক্রোসাইটে জানানো হয়েছে যে, স্মার্টফোনটি আগামী ১৪ আগস্ট ভারতে আসছে। লঞ্চের দিন জানানোর পাশাপাশি Tecno Spark Go 5G এর ডিজাইন ও কিছু গুরুত্বপূর্ণ ফিচারও প্রকাশ করা হয়েছে।
Tecno Spark Go 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানির তরফে জানানো হয়েছে, আসন্ন Tecno Spark Go 5G “দামের দিক থেকে সেগমেন্টের সবচেয়ে পাতলা 5G ফোন” হবে। এটি মাত্র ৭.৯৯ মিমি পুরু হবে এবং ওজন হবে ১৯৪ গ্রাম। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আশা করা যায় এই ব্যাটারি ১ দিনের বেশি ব্যাকআপ দেবে।
শুধু 5G কানেক্টিভিটি নয়, ফোনে থাকবে অফলাইন কল সাপোর্ট। ফলে নির্দিষ্ট দূরত্বের মধ্যে ব্লুটুথের মাধ্যমে কল করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া থাকবে Ella AI অ্যাসিস্ট্যান্ট, যা হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল এবং বাংলা সহ একাধিক ভারতীয় ভাষায় ব্যবহার করা যাবে। সর্বোপরি টেকনো স্পার্ক গো ৫জি গুগলের সার্কেল টু সার্চ এবং এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ফিচার সহ আসবে।
এছাড়া ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানা। আমাদের অনুমান, লঞ্চের আগে ব্র্যান্ডটি এর অন্যান্য বিশেষত্ব সামনে আনবে।
Tecno Spark Go 5G এর সম্ভাব্য দাম
এটি হবে টেকনোর স্পার্ক সিরিজের প্রথম 5G স্মার্টফোন। কোম্পানির তরফে কিছু না জানানো হলেও, আমাদের বিশ্বাস Tecno Spark Go 5G এর দাম ১০,০০০ টাকার কম থাকবে।