Tecno Spark Go 5G ভারতে 10 হাজার টাকার কমে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

অবশেষে আজ ভারতে লঞ্চ হল Tecno Spark Go 5G। কোম্পানির দাবি, এটি সেগমেন্টের সবচেয়ে পাতলা ও হালকা 5G স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। ফিচারের কথা বললে, Tecno Spark Go 5G ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। টেকনো জানিয়েছে, ডিভাইসটি অন্তত পাঁচ বছর কোনো ধরণের ল্যাগ ছাড়াই ব্যবহার করা যাবে।
Tecno Spark Go 5G এর দাম ও সেলের তারিখ
Tecno Spark Go 5G এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। আগামী ২১ আগস্ট দুপুর ১২টায় Flipkart থেকে স্মার্টফোনটি কেনা যাবে। একটি ইঙ্ক ব্ল্যাক, স্কাই ব্লু ও টারকোয়েস গ্রীন কালার অপশনে পাওয়া যাবে।
Tecno Spark Go 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে ও পারফরম্যান্স
টেকনো স্পার্ক গো ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৬ এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইওএস কাস্টম স্কিনে চলে।
ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 5G হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল এআই-সাপোর্টেড প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সামনে সেলফি ও ভিডিও কলে জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পিছনের ক্যামেরা দিয়ে ২কে ভিডিও রেকর্ড করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
AI ফিচার
Spark Go 5G ফোনে একাধিক AI ফিচার রয়েছে, যার মধ্যে পাওয়া যাবে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ও সার্কেল টু সার্চ। এছাড়া এতে Ella AI অ্যাসিস্ট্যান্ট বর্তমান, যা বাংলাসহ হিন্দি, মারাঠি, গুজরাটি আর তামিল ভাষা সাপোর্ট করবে।
অন্যান্য ফিচার
টেকনোর দাবি, এটি সেগমেন্টের প্রথম ডিভাইস যেখানে রয়েছে ৪x৪ MIMO প্রযুক্তি, যা নেটওয়ার্ক স্পিড প্রায় ৭৩ শতাংশ পর্যন্ত বাড়াবে। আবার এই ফোনে আছে নো নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার, যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো ব্যবহারকারীরা একে অপরের সাথে কল বা মেসেজ করতে পারবেন। এটি আইপি৬৪ রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে। Tecno Spark Go 5G ফোনটির মাত্র ৭.৯৯ মিমি পুরু এবং এর ওজন ১৯৪ গ্রাম।