Ola S1 Pro Sport ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ সহ লঞ্চ হল, দাম কত দেখুন

Ola আজ ‘সংকল্প’ ইভেন্টে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Ola S1 Pro Sport লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে প্রায় ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মাত্র ৯৯৯ টাকা দিয়ে এর প্রি-বুকিং শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে এর ডেলিভারি শুরু হবে। কোম্পানির দাবি, এটি ফুল চার্জে ৩২০ কিমি রেঞ্জ দেবে। আর এর সর্বোচ্চ গতি হবে ১৫২ কিমি প্রতি ঘন্টা।
Ola S1 Pro Sport এর ডিজাইন
নতুন ওলা এস১ প্রো স্পোর্ট স্কুটারের ডিজাইনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। সামনে ছোট উইন্ডস্ক্রিন, কার্বন-ফাইবার ফ্রন্ট ফেন্ডার, গ্র্যাব রেল দেখা যাবে। সাথে পাওয়া যাবে পুরো লাইটিং সেটআপ অল-এলইডি। এছাড়া আছে বিশেষ ADAS ফিচার, যেমন কোলিশন ওয়ার্নিং, ব্লাইন্ড স্পট অ্যালার্ট, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল ইত্যাদি। সামনে একটি ক্যামেরাও রয়েছে, যা একদিকে ড্যাশক্যাম, অন্যদিকে সিকিউরিটি মনিটর হিসেবে কাজ করবে।
Ola S1 Pro Sport এর মোটর ও রেঞ্জ
Ola S1 Pro Sport ইলেকট্রিক স্কুটারে ১৩ কিলোওয়াট ইন-হাউস ফ্যারাইট মোটর ব্যবহার করা হয়েছে। এর পিক আউটপুট ১৬ কিলোওয়াট এবং টর্ক ৭১ এনএম। এই মোটর ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় নেবে মাত্র ২ সেকেন্ড। আর এর সর্বোচ্চ স্পিড ১৫২ কিমি/ঘণ্টা। আবার এই স্কুটারে ৫.২ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে ৪৬৮০ সেল প্রযুক্তি উপস্থিত। কোম্পানির দাবি, এই ব্যাটারি ফুল চার্জে প্রায় ৩২০ কিমি রেঞ্জ দেবে।
Ola S1 Pro Sport এর ফিচার
এই ইলেকট্রিক স্কুটারের সামনে টেলিস্কোপিক ফর্ক আর পিছনে অ্যাডজাস্টেবল মনোশক রয়েছে। চাকা দুটি ১৪ ইঞ্চি অ্যালয় হুইল, মোটা প্রোফাইল টায়ার সহ এসেছে। আর সিট হাইট রাখা হয়েছে ৭৯১ মিমি এবং সিটের নিচে স্টোরেজ স্পেস ৩৪ লিটার পাওয়া যাবে।
এই স্কুটারে MoveOS6 অপারেটিং সিস্টেম আছে। এছাড়া এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট চার্জিং, কাস্টম মুডস, প্রেডিকটিভ মেইনটেন্যান্স।