Infinix Hot 60i 5G ভারতে ৮,৯৯৯ টাকায় লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার

ভারতে লঞ্চ হল Infinix Hot 60i 5G। এর দাম রাখা হয়েছে ৯,৫০০ টাকার কম। ফোনটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। দাম ও ফিচারের নিরিখে Infinix Hot 60i 5G এর সাথে Tecno Spark Go 5G এর প্রতিদ্বন্দ্বিতা চলবে।
Infinix Hot 60i 5G এর দাম ও লভ্যতা
Infinix Hot 60i 5G এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,২৯৯ টাকা। তবে এটি অফারে ৮,৯৯৯ টাকায় কেনা যাবে। ফোনটি চারটি কালার অপশনে পাওয়া যাবে – মনসুন গ্রিন, পাম রেড, শ্যাডো ব্লু এবং স্লিক ব্ল্যাক। আগামী ২১ আগস্ট Flipkart থেকে এর সেল শুরু হবে।
Infinix Hot 60i 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিজাইন ও ডিসপ্লে
ইনফিনিক্স হট ৬০আই ৫জি ডিভাইসের পিছনে ম্যাট ফিনিশ ডিজাইন ও আয়তাকার ক্যামেরা মডিউল উপস্থিত।আইপি৬৪ রেটিং সহ আসা এই ফোনে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে (১৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশন) পাওয়া যাবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
পারফরম্যান্স ও সফটওয়্যার
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৫ গিগাহার্টজ। ইনফিনিক্সের দাবি, স্মার্টফোনটির AnTuTu স্কোর ৪.৫ লাখেরও বেশি। এতে ৪ জিবি ফিজিক্যাল র্যাম ও ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। Infinix Hot 60i 5G হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলে। যেখানে বিভিন্ন AI ফিচার পাওয়া যাবে, যারমধ্যে মিলবে সার্কেল টু সার্চ, এআই ইরেজার, কল ট্রান্সলেশন, এআই সামারাইজার ও এআই ওয়ালপেপার জেনারেটর।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরা পোর্ট্রেট, বিউটি, সুপার নাইট ও এআইজিসি পোর্ট্রেট মোড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ও কানেক্টিভিটি
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ব্যাটারি ১২৮ ঘণ্টা গান শুনতে বা ৪১ ঘণ্টা টকটাইম দেবে। এই ডিভাইসের বিশেষ ফিচার হল ইনফিনিক্স-টু-ইনফিনিক্স ওয়াকি-টকি, যা নেটওয়ার্ক ছাড়াই ইনফিনিক্স ফোনগুলির মধ্যে কল করতে দেবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।