Redmi Note 15 Pro+ পুরানো স্ন্যাপড্রাগন প্রসেসর ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বাজারে আসছে

চীনে এই মাসের শেষে লঞ্চ হতে চলেছে Redmi Note 15 Pro সিরিজ। আশা করা হচ্ছে এই সিরিজের অধীনে শুরুতে দুটি মডেল আসবে – Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+। স্বাভাবিকভাবেই লঞ্চের আগে আসন্ন সিরিজের বিভিন্ন ফিচার সামনে আনা হচ্ছে। আজ একটি রিপোর্টে বলা হয়েছে, এই সিরিজের প্লাস মডেলে গতবছরের Note 14 Pro+ ডিভাইসের চিপসেট থাকবে। অর্থাৎ পারফরম্যান্সের ক্ষেত্রে নয়া ফোনে বড়সড় আপগ্রেড দেখা যাবে না।

Redmi Note 15 Pro+ পুরানো চিপসেটের সঙ্গে লঞ্চ হবে

গত বছরের আগস্টে আসা Redmi Note 14 Pro+ ফোনে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর। এটি ছিল এই প্রসেসর দ্বারা চালিত প্রথম স্মার্টফোন। এদিকে কোম্পানির কোডবেস অনুযায়ী, আপকামিং Redmi Note 15 Pro+ ডিভাইসেও পুরানো স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে। হ্যান্ডসেটটির কোডনেম রাখা হয়েছে ‘ফ্লোরাইট’।

Redmi Note 15 Pro+ আসছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে

আশা করা হচ্ছে, আগস্টের শেষের দিকে এই সিরিজ লঞ্চ হবে। ইতিমধ্যেই সিরিজের ১৫ প্রো+ মডেলটি 3C ও রেডিও সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। জানা গেছে, এতে থাকবে ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং বিশেষ স্যাটেলাইট কানেক্টিভিটি।

বিভিন্ন টিজার থেকে আরও সামনে এসেছে যে,, কোম্পানি এবারও “ফ্ল্যাগশিপ লেভেলের” কিছু প্রযুক্তি এই সিরিজে ব্যবহার করতে চলেছে। সাথে থাকবে মজবুত বিল্ড কোয়ালিটি। এমনকি, সিরিজের উভয় মডেল ফ্যাল রেজিস্ট্যান্ট সহ আসবে, অর্থাৎ পড়ে গেলেও এগুলিতে সহজে ক্ষতি হবে না।