Poco C85 ডুয়েল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ আসছে, ফাঁস হল ছবি সহ ফিচার

পোকোর নতুন বাজেট স্মার্টফোন Poco C85 আগামী কয়েকমাসের মধ্যে বাজারে আসবে। ইতিমধ্যেই ডিভাইসটিকে বিভিন্ন দেশের সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। যারমধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের TDRA, থাইল্যান্ডের NBTC, ইন্দোনেশিয়ার SDDPI এবং মার্কিন যুক্তরাষ্ট্রের FCC। জানা গেছে ফোনটির মডেল নম্বর 25078PC3EG। আজ আবার জনপ্রিয় টিপস্টার, সুধাংশু অম্ভোরে Poco C85 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও অফিসিয়াল রেন্ডার শেয়ার করেছেন।

Poco C85 এর ডিজাইন ও কালার অপশন

টিপস্টারের শেয়ার করা ছবি অনুযায়ী, Poco C85 এর সামনে দেখা যাবে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। আর পিছনে ডুয়াল-টোন ফিনিশের সাথে কালো রঙের ক্যামেরা আইল্যান্ড চোখে পড়বে। স্মার্টফোনটির নিচে থাকবে ৩.৫মিমি হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি সি পোর্ট এবং স্পিকার গ্রিল। আর বাম দিকের ফ্রেমে সিম ট্রে এবং ডানপাশে ভলিউম রকার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-যুক্ত পাওয়ার বাটন দেওয়া হবে। ফোনটি ব্ল্যাক, মিন্ট এবং পার্পল কালার অপশনে আসবে।

Poco C85 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার আরও বলেছেন, পোকো সি৮৫ এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও সর্বোচ্চ ব্রাইটনেস ৮১০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর। এর সঙ্গে থাকবে LPDDR4x র‌্যাম ও eMMC 5.1 স্টোরেজ।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Poco C85 স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮) ও সেকেন্ডারি লেন্স। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে মিলবে ডুয়েল ন্যানো সিম, ওয়াই-ফাই, ইউএসবি সি এবং আইপি৬৪ রেটিং।

Poco C85 রিব্র্যান্ডের ভার্সন হিসেবে লঞ্চ হতে পারে

Redmi 15C (4G) নামেও একটি ফোনে বাজারে আসছে। এর মডেল নম্বর 25078RA3EA। যেহেতু দুটি ডিভাইসের মডেল নম্বর প্রায় একই তাই আমাদের অনুমান, Poco C85 আসলে রেডমির এই স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।