Vivo X300 লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র্যাম সহ আসছে, দেখা গেল Geekbench-এ

Vivo চলতি বছরের শেষের দিকে X300 সিরিজ বাজারে আনতে চলেছে। এটি Vivo X200 সিরিজের উত্তরসূরি হবে। আজ এই সিরিজের Vivo X300 মডেলটিকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা দিয়েছে। এখান থেকে ফোনটির প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। এর আগে জানা গিয়েছিল যে, Vivo X300 ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে।
Vivo X300 উপস্থিত হল Geekbench-এ
টিপস্টার আয়ান ঘোষ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে Vivo X300 স্মার্টফোনটিকে খুঁজে পেয়েছে। এর মডেল নম্বর Vivo V2509A। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ২৩৫২ পয়েন্ট এবং মাল্টি-কোরে ৭১২৯ পয়েন্ট অর্জন করেছে। ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এই স্কোর যথেষ্ট নজরকাড়া নয়।
থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর
গিকবেঞ্চ থেকে সামনে এসেছে যে, ভিভো এক্স৩০০ মডেলে ব্যবহৃত প্রসেসরের আট কোরের মধ্যে চারটি কোর ২.৭০ গিগাহার্টজ, তিনটি কোর ৩.৫০ গিগাহার্টজ এবং একটি কোর ৪.২১ গিগাহার্টজ ক্লক স্পিডে অফার করবে। গ্রাফিক্সের কাজ দেওয়া হবে মালি জি১-আল্ট্রা এমসি১২ জিপিইউ। এই সমস্ত তথ্য মিলিয়ে বলা যায় যে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর হবে।
উল্লেখ্য, X200 ফোনে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ছিল। তাই উত্তরসূরি মডেলে এর আপগ্রেড ভার্সন ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর থাকা স্বাভাবিক ঘটনা। যদিও Vivo X300 যে স্কোর করেছে তাতে নতুন প্রসেসরের পারফরম্যান্স হতাশ করতে পারে ফ্যানদের।
১৬ জিবি র্যাম সহ আসবে
গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে, এই ফোনে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম থাকবে। এখানে ডিভাইসটি ১৬ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে জানা গিয়েছিল, Vivo X300 ডিভাইসে ফটোগ্রাফির জন্য ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স থাকবে। আর এর সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চি ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে। এর অন্যান্য ফিচারের মধ্যে থাকবে ডুয়েল IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং ও আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।