Redmi 15 5G আজ 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে

আজ ১৯ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi 15 5G। ইতিমধ্যেই এর 4G ভার্সন বেশ কয়েকটি বাজারে এসেছে। এবার এর 5G মডেল ভারতে আসছে। রেডমি গত কয়েক সপ্তাহ ধরে একাধিক টিজারের মাধ্যমে ফোনটির মুখ্য ফিচারগুলি সামনে এনেছে। Redmi 15 5G মডেলে থাকবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এছাড়া পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও AI সমর্থিত ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Redmi 15 5G এর সম্ভাব্য দাম ও প্রাপ্যতা

ভারতীয় বাজারে Redmi 15 5G এর দাম কত রাখা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে মালয়েশিয়ায় ফোনটির দাম শুরু হয়েছে ৭২৯ রিঙ্গিত থেকে, যা প্রায় ১৫ হাজার টাকার সমান। আশা করা যায় ভারতে এই রেঞ্জেই ডিভাইসটি লঞ্চ হবে। আর লঞ্চের পর এটি অ্যামাজন ইন্ডিয়া ও রেডমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি তিনটি কালার অপশনে আসতে পারে – ফ্রস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পেল।

Redmi 15 5G এর এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

রেডমি ১৫ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৮৮ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ওয়েট টাচ টেকনোলজি ২.০ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। এটি সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Redmi 15 5G ডিভাইসে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।