Redmi 15 5G এআই ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, দাম শুরু 14999 টাকা থেকে

Redmi 15 5G আজ মঙ্গলবার ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। এই ফোনের মুখ্য আকর্ষণ ৭,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা শুধু দীর্ঘক্ষণ ব্যাকআপই দেবে না, অন্য ডিভাইস চার্জ করতেও দেবে। কারণ এতে রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এতে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর। আর Redmi 15 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ও তিনটি কালার অপশনে পাওয়া যাবে।
Redmi 15 5G এর ভারতে দাম ও সেলের তারিখ
Redmi 15 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এছাড়া এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে ১৫,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা।
আগামী ২৮ আগস্ট থেকে রেডমি ১৫ ৫জি এর সেল শুরু হবে। এটি Amazon, Xiaomi India ও বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে। ডিভাইসটি ফ্রস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পেল কালার অপশনে এসেছে।
Redmi 15 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
Redmi 15 5G এর সামনে দেখা যাবে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৮৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার চোখের সুরক্ষার জন্য এই ডিসপ্লে TÜV Rheinland সার্টিফিকেশন সহ এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে।
রেডমি জানিয়েছে যে, এই স্মার্টফোনে গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ এর মতো এআই ফিচার পাওয়া যাবে। আর ফটোগ্রাফির জন্য Redmi 15 5G এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা এআই-বেসড ফিচার যেমন এআই বিউটি, এআই স্কাই এবং এআই ইরেজ ফিচার সাপোর্ট করবে। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাউন্ডের জন্য এতে মিলবে Dolby সার্টিফায়েড স্পিকার। সিকিউরিটির জন্য Redmi 15 5G ফোনে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর হ্যান্ডসেটটি IP64 রেটিং সহ এসেছে।