লঞ্চের আগেই Xiaomi 15T ও Xiaomi 15T Pro এর দাম সহ একাধিক তথ্য ফাঁস

গত কয়েকমাস ধরে শোনা যাচ্ছিল যে Xiaomi তাদের নতুন T সিরিজের ফোনের ওপর কাজ করছে। এই সিরিজের অধীনে Xiaomi 15T ও Xiaomi 15T Pro মডেল দুটি প্রথমে বাজারে আসবে। ইতিমধ্যেই ডিভাইস দুটি বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ আবার এদের দাম, কালার অপশনে এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। ফলে কোম্পানির তরফে কিছু প্রকাশ করার আগেই Xiaomi 15T ও Xiaomi 15T Pro স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেল

Xiaomi 15T এর দাম, কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্ট (ফাঁস)

জনপ্রিয় টিপস্টার সুধাংশু আম্ভোর আজ ইউরোপে Xiaomi 15T ও Xiaomi 15T Pro ডিভাইসের দাম, কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তার দাবি, বেস মডেলটি কেবল ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর দাম রাখা হতে পারে ৬৪৯ ইউরো, অর্থাৎ প্রায় ৬৫,৯০০ টাকার কাছাকাছি। এটি গোল্ড, গ্রে ও ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Xiaomi 15T Pro এর দাম, কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

অন্যদিকে, সিরিজের শাওমি ১৫টি প্রো মডেলটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এগুলি হবে – ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। এরমধ্যে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৭৯৯ ইউরো (প্রায় ৮১,১০০ টাকা)। আর বড় স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হতে পারে প্রায় ৮৯৯ ইউরো (প্রায় ৯১,২০০ টাকা)। এটি ব্ল্যাক, গোল্ড আর গ্রে কালার অপশনে আসবে।

তবে মনে রাখবেন যে, ইউরোপে সাধারণত প্রোডাক্টের দাম অনেকটাই বেশি রাখা হয়। তাই ভারত বা অন্য এশীয় বাজারে Xiaomi 15T সিরিজের দাম তুলনামূলকভাবে কম রাখা হতে পারে।

Xiaomi 15T সিরিজ একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে

শাওমির এই আপকামিং সিরিজ সম্প্রতি থাইল্যান্ডের NBTC এবং সিঙ্গাপুরের IMDA থেকে সার্টিফিকেশন পেয়েছে। ফলে বলার অপেক্ষা রাখে না যে, ফোন দুটি শীঘ্রই বাজারে আসতে চলেছে।