HMD Vibe 2 লঞ্চের আগেই রিটেল ওয়েবসাইটে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ব্যাটারি

আগামী কয়েক মাসের মধ্যে বাজারে আসতে পারে HMD Vibe 2। এটি Vibe মডেলের উত্তরসূরী মডেল হবে। আজ এই ফোনটিকে একটি রিটেইলার সাইটে দেখা গেছে। এখান থেকে জানা গেছে যে, এই ডিভাইসে পারফরম্যান্সের জন্য ইউনিসক টি৬০৬ চিপসেট ব্যবহার করা হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে থাকবে ৬.৭৫-ইঞ্চি ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও HMD-র আরও তিনটি স্মার্টফোন অন্তর্ভুক্ত হয়েছে।
HMD Vibe 2 রিটেল সাইটে তালিকাভুক্ত হল
অস্ট্রেলিয়ার ই-কমার্স সাইট JB Hi-Fi-তে Vibe 2 মডেলটিকে খুঁজে পাওয়া গেছে। এখান থেকে সামনে এসেছে যে, ডিভাইসটি ডার্ক গ্রে ও লাইট টাইটানিয়াম কালার অপশনে আসবে। এতে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে দেওয়া হবে।
HMD Vibe 2 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এর আগে জানা গিয়েছিল যে, এইচএমডি ভাইব ২ ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে এইচডি প্লাস (৭২০x১২০০ পিক্সেল) ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে।
ফটোগ্রাফির জন্য HMD Vibe 2 এর পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ০.৮ মেগাপিক্সেলের লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে নতুন HMD স্মার্টফোন
ইউরোপীয় ইউনিয়নের EPREL ডেটাবেসে সম্প্রতি নতুন তিনটি HMD ফোনকে দেখা গেছে। এর মধ্যে একটি ডিভাইস হল HMD Fuse, যার মডেল নম্বর TA-1640। এতে দেওয়া হবে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি আইপি৬৪ রেটিং সহ আসবে।
অন্য দুটি হ্যান্ডসেটের মডেলের নম্বর TA-1687 এবং TA-1695। যদিও এদের নাম সার্টিফিকেশন সাইটে উল্লেখ নেই, তবে আমাদের অনুমানএগুলোই HMD Pulse 2 ও Pulse 2 Pro নামে লঞ্চ হতে পারে। উভয় মডেলে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।