Lava Play Ultra 5G সস্তায় ৬৪ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ব্যাটারি

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল Lava Play Ultra 5G। এর দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। ফিচার হিসেবে এই স্মার্টফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও দুটি কালার অপশনে এসেছে। আসুন Lava Play Ultra 5G এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Lava Play Ultra 5G এর দাম ও সেলের তারিখ
Lava Play Ultra 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে ১৬,৪৯৯ টাকা। এটি আর্কটিক ফ্রস্ট ও আর্কটিক স্লেক কালার অপশনে পাওয়া যাবে। আগামী ২৫ আগস্ট Amazon থেকে ফোনটির বিক্রি শুরু হবে।
লঞ্চ অফার
লঞ্চ অফার হিসেবে ক্রেতারা লাভা প্লে আল্ট্রা ৫জি কেনার সময় আইসিআইসিআই, এসবিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,০০০ টাকা ছাড় পাবেন। এরপর ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৩,৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ১৫,৪৯৯ টাকায় নিজের করা যাবে।
Lava Play Ultra 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
Play Ultra 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে দুটি অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Lava Play Ultra 5G এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৭৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা নাইট মোড, HDR, স্লো-মোশন, টাইম-ল্যাপস ও প্রো মোড সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, এই ব্যাটারি ৮৩ মিনিটে পুরো চার্জ হয়ে যাবে। আর ফুল চার্জে প্রায় ৪৫ ঘণ্টা টক টাইম দেবে। ডিভাইসটি IP64 ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ রেটিং সহ এসেছে।