৭০০০ থেকে ৭৫৫০mAh ব্যাটারির Redmi, Oppo, Vivo ও Poco স্মার্টফোন, ফুল চার্জে দুদিন চলবে

বর্তমান সময়ে ক্রেতারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের স্মার্টফোন বেছে নেওয়ার চেষ্টা করে। যেহেতু ফোন দিয়েই এখন আমরা বেশিরভাগ কাজ করে থাকি, তাই দীর্ঘক্ষণ ব্যাকআপ না দিলে সমস্যায় পড়তে হয়। এই কারণে কোম্পানিগুলি এখন ৭,০০০ থেকে ৭,৫৫০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটির ডিভাইস বাজারে আনছে। তবে ব্যাটারির পাশাপাশি ভালো ডিসপ্লে ও ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর থাকাও দরকার। এই প্রতিবেদনে আমরা এই ধরনের সেরা পাঁচটি স্মার্টফোন সম্পর্কে বলবো। আর এই ফোনগুলির দাম থাকবে ৩০ হাজার টাকার কম।

৩০ হাজার টাকার কমে শক্তিশালী ব্যাটারি স্মার্টফোন

Redmi 15 5G

Redmi 15 5G-এর দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে শুরু। এতে আছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

iQOO Z10 5G

iQOO Z10 5G ডিভাইসটির দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, আইপি৬৫ রেটিং ও ৫০ মেগাপিক্সেল Sony IMX882 (OIS সহ) ক্যামেরা। এতে ৭,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Oppo K13 5G

Oppo K13 5G ফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর দাম ১৭,৯৯৯ টাকা। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট, ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Vivo T4 5G

Vivo T4 5G কিনতে হলে ২১,৯৯৯ টাকা খরচ পড়বে। এই ফোনে ৭,৩০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর বিশেষ বিশেষ স্পেসিফিকেশনের মধ্যে আছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Poco M7 Plus 5G

Poco M7 Plus 5G স্মার্টফোনটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে ৭,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। আর সামনে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এতে রয়েছে গুগল জেমিনি ও সার্কেল টু সার্চ ফিচার। ক্যামেরা বিভাগে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।