অনেক সস্তায় কিনুন Vivo T3 Pro 5G ফোন, T4 Pro 5G আসার খবর হতেই দাম কমলো

আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে Vivo T4 Pro 5G স্মার্টফোন। ইতিমধ্যেই ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এদিকে নতুন ফোনের আগমনের খবর সামনে আসতেই দাম কমলো Vivo T3 Pro 5G এর। পুরানো মডেলের স্টক খালি করতেই কোম্পানি ডিভাইসটির মূল্যে কমিয়েছে বলে মনে হচ্ছে।

ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে আছে কার্ভড ডিসপ্লের সাথে দুর্দান্ত ক্যামেরা সেটআপ। Vivo T3 Pro 5G হ্যান্ডসেটে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটি শক্তিশালী ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

Vivo T3 Pro 5G এর দাম ও অফার

ভিভো টি৩ প্রো ৫জি এখন ডিসকাউন্ট সহ Flipkart-এ ২২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এরপর ফোনটার দাম কমে আসবে ১৯,৯৯৯ টাকায়। আবার পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে ২১,১০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। হ্যান্ডসেটটি স্যান্ডস্টোন অরেঞ্জ এবং এমারাল্ড গ্রিন কালার অপশনে এসেছে।

Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন

এই ভিভো স্মার্টফোনে আছে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল ৫০ মেডিকেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য Vivo T3 Pro 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।