Airtel এর ২২০ টাকার কমে তিন সেরা রিচার্জ প্ল্যান, পাবেন ১৭ হাজার টাকা মূল্যের AI সাবস্ক্রিপশন

Airtel সম্প্রতি ২৪৯ টাকার জনপ্রিয় একটি প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। এছাড়া কয়েকটি প্ল্যানের সুবিধা কমিয়ে দিয়েছে। তবে এরপরেও কোম্পানির পোর্টফোলিওতে এখনো বেশ কয়েকটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান আছে। এর মধ্যে কিছু প্ল্যানের দাম ২২০ টাকারও কম, যেখানে গ্রাহকরা বোনাস হিসেবে প্রায় ১৭ হাজার টাকার Perplexity Pro AI সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এরসাথে ডেটা, আনলিমিটেড কলিং ও অন্যান্য সুবিধা তো আছেই। আসুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Airtel ২১৯ টাকার প্রিপেইড প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে ৩ জিবি ডেটা, ৩০০টি ফ্রি এসএমএস ও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যায়। আর অতিরিক্ত বেনিফিট হিসেবে রয়েছে ১২ মাসের Perplexity Pro AI-এর সাবস্ক্রিপশন, যার আসল দাম প্রায় ১৭ হাজার টাকা। এছাড়া গ্রাহকরা এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
Airtel ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান
১৯৯ টাকার এই এয়ারটেল প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এখানে মোট ২ জিবি ডেটা দেওয়া হয়। আবার ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে। এখানেও বিনামূল্যে এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের অ্যাক্সেস সহ ১২ মাসের জন্য Perplexity Pro AI সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Airtel ১৮৯ টাকার প্রিপেইড প্ল্যান
লিস্টের সবচেয়ে সস্তা প্ল্যান এটা। এর ভ্যালিডিটি ২১ দিন এবং গ্রাহকরা পাবেন ১ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ৩০০টি ফ্রি এসএমএস। যদিও এখানে ১২ মাসের জন্য Perplexity Pro AI সাবস্ক্রিপশন দেওয়া হলেও এয়ারটেল এক্সস্ট্রিম ব্যবহার করার সুবিধা নেই।