Tecno Spark Slim: চলতি বছরে আসছে সবচেয়ে পাতলা 5G কার্ভড ডিসপ্লের স্মার্টফোন

এতদিন বাজেট ও মিড রেঞ্জে দুর্দান্ত ফোন আনার পর এবার টেকনো প্রিমিয়াম রেঞ্জে পা রাখতে চলেছে। জানা গেছে, আসন্ন Tecno Spark Slim হবে বিশ্বের সবচেয়ে পাতলা 5G কার্ভড ডিজাইনের স্মার্টফোন। এটি স্টাইলিশ ও আধুনিক লুক প্রদান করবে। আর ভারতে এই ডিভাইসের দাম রাখা হতে পারে প্রায় ৮০,০০০ টাকা। এখন দেখার প্রিমিয়াম রেঞ্জে কোম্পানিটি কতটা সাড়া ফেলতে পারে। আসুন Tecno Spark Slim সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
অতিস্লিম বডি ও বড় ব্যাটারি সহ আসছে Tecno Spark Slim
আগেই বলেছি যে, Tecno Spark Slim এর মূল আকর্ষণ পাতলা বডি। রিপোর্ট অনুযায়ী, এটি iPhone 16 (৭.৮মিমি) ও Galaxy S25 (৭.২মিমি) এর থেকেও পাতলা হবে। তবে স্মার্টফোন পাতলা হলে তাতে ব্যাটারি ক্যাপাসিটি তুলনামূলক ভাবে কম থাকে। যদিও এক্ষেত্রে টেকনোর দাবি, ব্যাটারি ক্যাপাসিটির সাথে তারা কোনো আপোষ করবে না। অর্থাৎ, ডিভাইসটি স্লিম ডিজাইনের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হবে।
Tecno Spark Slim এর ফিচার ও সম্ভাব্য লঞ্চের সময়
টেকনো ইতিমধ্যেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫ ইভেন্টে স্পার্ক স্লিম এর প্রোটোটাইপ ভার্সন প্রদর্শন করেছিল। জানানো হয়েছিল যে, এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর সামনে দেখা যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের কভার্ড AMOLED ডিসপ্লে, যার সাইজ থাকবে ৬.৭৮ ইঞ্চি। আর ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে।
যদিও Tecno Spark Slim এর অন্যান্য ফিচার এখনও অজানা। এমনকি এর লঞ্চের তারিখও কোম্পানি ঘোষণা করেনি। তবে অনুমান করা হচ্ছে যে, এটি চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে আসবে। আশা করা যায়, শীঘ্রই ডিভাইসটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে।