লঞ্চের আগে Oppo F31 Pro+, Oppo F31 Pro ও Oppo F31 এর ছবি সহ ফিচার ফাঁস, থাকবে বড় ব্যাটারি

ভারতে নতুন F সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে Oppo। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এদেশে আসতে পারে Oppo F31 সিরিজ। রিপোর্ট অনুযায়ী, এই লাইনআপের অধীনে তিনটি মডেল পাওয়া যাবে – Oppo F31, F31 Pro এবং F31 Pro+। টিপস্টার অভিষেক যাদব সম্প্রতি এদের রেন্ডার ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন। যার ভিত্তিতে বলা যায় যে, সিরিজের তিনটি ফোনই আলাদা ডিজাইন ও ভিন্ন প্রসেসর সহ লঞ্চ হবে। আসুন স্মার্টফোনগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Oppo F31 Pro+ এর ডিজাইন ও প্রসেসর

রেন্ডার অনুযায়ী, Oppo F31 Pro+ এর সামনে দেখা যাবে ফ্ল্যাট ডিসপ্লে। আর এর পিছনে থাকবে গোলাকার ক্যামেরা সেটআপ‌। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে।

Oppo F31 Pro এর ডিজাইন ও চিপসেট

ওপ্পো এফ৩১ প্রো ফোনে স্কয়ার-সার্কেলের মতো ক্যামেরা মডিউল দেখা যাবে। আর পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর।

Oppo F31 এর ডিজাইন ও প্রসেসর

স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে লম্বাভাবে সাজানো পিল-শেপ ডিজাইনের ক্যামেরা মডিউল থাকবে।

অন্যান্য ফিচার

টিপস্টার আরও বলেছেন যে, সিরিজের তিনটি মডেলেই পাওয়ার ব্যাকআপের জন্য ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। উল্লেখ্য F29 সিরিজে ৬,৫০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ছিল। এদিকে চার্জিং স্পিডের কথা বললে, F31 ও F31 Pro মডেলে পাওয়া যাবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং। তবে Pro+ মডেলের চার্জিং স্পিড সম্পর্কে কিছু জানা যায়নি।

কালার অপশন

রেন্ডার অনুযায়ী, Oppo F31 সিরিজের প্রো প্লাস মডেল আসবে সাদা, গোলাপি ও নীল রঙে। প্রো মডেল পাওয়া যাবে সোনালি ও কালো রঙে। আর বেস মডেল F31 মিলবে লাল, বেগুনি ও নীল রঙে।