মেসেজ সাজিয়ে লিখে দেবে, বানান ভুলও ঠিক করে দেবে, WhatsApp-এ এল Meta AI Writing Help ফিচার

WhatsApp ফের তাদের ব্যবহারকারীর জন্য নতুন ফিচার নিয়ে চলে এল। এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে Meta AI Writing Help ফিচারের সুবিধা নিতে পারবেন। এই ফিচার ব্যবহারকারীদের লিখতে সাহায্য করবে। আসলে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে মেসেজ পাঠানোর সময় বানান ভুল লিখে ফেলি, বা মেসেজটি সাজিয়ে লেখা হয়ে ওঠে না। এসব সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপের নতুন এই AI ফিচার। আসুন কীভাবে Meta AI Writing Help ফিচার কাজ করবে জেনে নেওয়া যাক।

WhatsApp এর Meta AI Writing Help ফিচার কীভাবে কাজ করবে

এবার থেকে যখনই আপনি কোনো মেসেজ লিখতে শুরু করবেন, চ্যাট বক্সে একটি ছোট পেন্সিল আইকন দেখতে পাবেন। ওই আইকনে ট্যাপ করলেই Meta AI আপনার মেসেজকে নতুন করে সাজানোর জন্য তিন-চারটি আলাদা পরামর্শ দেবে। এরমধ্যে আপনি প্রফেশনাল, মজাদার (Funny), সাপোর্টিভ বা শুধু প্রুফরিড পরামর্শ পেয়ে যাবেন।

এবার আপনি আপনার পছন্দমতো পরামর্শ বেছে নিয়ে মেসেজটি পাঠিয়ে দিতে পারেন। আর WhatsApp স্পষ্ট করে জানিয়েছে, মেটা এআই রাইটিং হেল্প ফিচার শুধু প্রস্তাব দেবে, কিন্তু আপনার আসল মেসেজ কোনোভাবেই সেভ রাখা হবে না। ফলে গোপনীয়তা পুরোপুরি অক্ষুণ্ণ থাকবে।

WhatsApp এর নতুন ফিচারে কারা বেশি উপকৃত হবেন

হোয়াটসঅ্যাপের মেটা এআই রাইটিং হেল্প ফিচার স্টুডেন্টদের বিশেষভাবে সাহায্য করবে। শিক্ষকদের মেইল বা অ্যাসাইনমেন্ট পাঠানোর সময় এই ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া অফিস কর্মীরা বস বা ক্লায়েন্টকে প্রফেশনাল মেসেজ লিখতে এই ফিচার ব্যবহার করতে পারেন।

Meta AI Writing Help ফিচার ব্যবহার করার ধাপসমূহ

  • সর্বপ্রথম গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ডাউনলোড করুন।
  • এরপর যেকোনো চ্যাট খুলে মেসেজ টাইপ করতে শুরু করুন।
  • টাইপ করার সময় টেক্সট বক্সে পেন্সিল আইকন দেখা যাবে।
  • ওই আইকনে ট্যাপ করলেই Meta AI বিভিন্ন ধরনের সাজেশন দেবে।
  • মেসেজটিকে চাইলে প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ বা শুধু প্রুফরিড আকারে বেছে নিতে পারবেন।
  • এবার পছন্দের সাজেশন বেছে নিয়ে পাঠিয়ে দিন।