Redmi ও POCO-র নতুন তিনটি স্মার্টফোন ভারতে লঞ্চ হচ্ছে, পেল BIS থেকে অনুমোদন

আগস্ট মাসটা যথেষ্ট ব্যস্ততায় কাটছে Xiaomi-র। কোম্পানির দুই জনপ্রিয় সাব-ব্র্যান্ড Redmi ও POCO ইতিমধ্যেই বেশ কয়েকটি ফোন বাজারে এনেছে। শোনা যাচ্ছে তারা আরও কয়েকটি নতুন ডিভাইস লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই স্মার্টফোনগুলি ভারতেও পাওয়া যাবে। আসলে আজ কোম্পানির তিনটি নতুন হ্যান্ডসেট ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে দুটি মডেল POCO-র এবং একটি মডেল Redmi-র
Redmi ও POCO-র কোন কোন মডেল পেল BIS থেকে সার্টিফিকেশন
দুই সপ্তাহ আগে POCO-র ‘25098RA98I’ এবং Redmi-র ‘25118PC98I’ মডেল নম্বের দুটি ফোন BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস থেকে অনুমোদন লাভ করেছিল। এবার আরও তিনটি মডেল এই সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। এই ডিভাইস তিনটি হল POCO ‘2508CPC2BI’, POCO ‘2508CRC2BI’ ও Redmi ‘2508CRN2BI’। প্রতিটি মডেল নম্বরের শেষে “I” অক্ষর থাকা থেকে স্পষ্ট যে, এগুলো ভারতীয় ভ্যারিয়েন্ট হবে।
মডেল নম্বর অনুযায়ী ফোনের নাম
IMEI ডেটাবেস থেকে ইতিমধ্যেই জানা গেছে যে, POCO ‘2508CPC2BI’ মডেল নম্বরের ডিভাইসটি আসলে POCO C85 5G নামে বাজারে আসবে। আর Redmi ‘2508CRN2BI’ মডেল নম্বরের স্মার্টফোন পাওয়া যাবে Redmi 15C 5G নামে। দুটি মডেলই একে অপরের রিব্র্যান্ডেড ভার্সন হবে। যদিও, XiaomiTime তাদের প্রতিবেদনে বলেছিল যে, POCO ‘2508CPC2BI’ মডেল নম্বরের হ্যান্ডসেটটি POCO M8 হবে।
যদিও POCO ‘2508CRC2BI মডেল নম্বরের স্মার্টফোনটির বাণিজ্যিক নাম কী রাখা হবে তা এখনও অজানা। এটি POCO M8 Pro নামে বাজারে আসতে পারে। কয়েকদিন আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, Redmi Note 15 Pro+ মডেলটি আসলে আন্তর্জাতিক বাজারে POCO M8 Pro নামে পাওয়া যাবে। এখন দেখার এই রিপোর্ট কতটা সত্যি হয়।