Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, ৬ বছরেও খারাপ হবে না, রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা

Samsung Galaxy A17 5G অবশেষে ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ১৮,৯৯৯ টাকা থেকে। ফোনটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, এক্সিনস ১৩৩০ প্রসেসর ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, Samsung Galaxy A17 5G ব্যবহারকারীরা আগামী ছয় বছর পর্যন্ত ওএস আপডেট ও সিকিউরিটি আপডেট পাবেন। আবার এতে গুগলের Gemini এআই অ্যাসিস্ট্যান্ট ও সার্কেল টু সার্চ-এর মতো এআই ফিচার পাওয়া যাবে।
Samsung Galaxy A17 5G এর দাম ও ভ্যারিয়েন্ট
ভারতে Samsung Galaxy A17 5G এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২০,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৩,৪৯৯ টাকা।
লভ্যতা ও সেল অফার
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। এটি ব্ল্যাক, ব্লু ও গ্রে কালার অপশনে আসবে। ক্রেতারা এসবিআই বা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।
Samsung Galaxy A17 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে ও ডিজাইন
Galaxy A17 5G স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন উপস্থিত। আর IP54 রেটিং সহ আসায় এটি ধুলো ও জল থেকেও সুরক্ষা দেবে।
ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য Galaxy A17 5G স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
পারফরম্যান্স ও অন্যান্য ফিচার
পারফরম্যান্সের জন্য Samsung Galaxy A17 5G ডিভাইসে এক্সিনস ১৩৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।