Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা 5G ফোন ভারতে লঞ্চ হল, রয়েছে ৫০MP ক্যামেরা

Tecno আজ বৃহস্পতিবার ভারতে বিশ্বের সবচেয়ে পাতলা 3D কার্ভড ডিসপ্লের 5G স্মার্টফোন Tecno Pova Slim লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। ডিভাইসটি মাত্র ৫.৯৫ মিমি পুরু এবং ওজন মাত্র ১৫৬ গ্রাম। এতে পাওয়া যাবে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্রসেসর। আবার Tecno Pova Slim 5G মডেলটি ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫১৬০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Tecno Pova Slim 5G এর দাম এবং উপলব্ধতা

ভারতে Tecno Pova Slim 5G এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এটি কুল ব্ল্যাক, স্কাই ব্লু এবং স্লিম হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে টেকনো পোভা স্লিম ৫জি এর সেল শুরু হবে। এটি Flipkart থেকে কেনা যাবে। ক্রেতারা প্রথম সেলে আকর্ষণীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন।

Tecno Pova Slim 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডুয়েল সিমের Tecno Pova Slim 5G স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে (২৭২০ × ১২২৪ পিক্সেল), রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং ব্রাইটনেস ৪৫০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Pova Slim 5G এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫১৬০ এমএএইচ নন-রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tecno Pova Slim 5G এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ডায়নামিক মুড লাইট ডিজাইন, Ella AI অ্যাসিস্ট্যান্ট, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটারপ্রুফ রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন।