Lava Bold N1 5G ভারতে মাত্র 7499 টাকায় লঞ্চ হল, ডুয়েল রিয়ার ক্যামেরা সহ রয়েছে বড় ব্যাটারি

শুক্রবার ভারতে লঞ্চ হল Lava Bold N1 5G। এর দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম। এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এইচডি প্লাস ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। আবার এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও আইপি৫৪ রেটিং উপস্থিত। ফটোগ্রাফির জন্য Lava Bold N1 5G মডেলে ১৩ মেগাপিক্সেল AI ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে এতে Airtel ও Jio সহ সমস্ত ভারতীয় টেলিকম কোম্পানির 5G সিম ভালোভাবে কাজ করবে।

Lava Bold N1 5G এর ভারতে দাম ও সেলের তারিখ

Lava Bold N1 5G এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। আর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৭,৯৯৯ টাকা। হ্যান্ডসেটটি শ্যাম্পেন গোল্ড এবং রয়েল ব্লু কালার অপশনে এসেছে। আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫ সেলে ফোনটির বিক্রি শুরু হবে।

লাভা বোল্ড এন১ ৫জি এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে। ক্রেতারা এসবিআই এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৭৫০ টাকা ছাড় পাবেন। এর ফলে ডিভাইসটির ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নেমে আসবে যথাক্রমে ৬,৭৪৯ টাকায় এবং ৭,২৪৯ টাকায়।

Lava Bold N1 5G এর ফিচার, স্পেসিফিকেশন

ডুয়াল সিমের লাভা বোল্ড এন১ ৫জি হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। এতে একটি অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং দুই বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন।

পারফরম্যান্সের জন্য Lava Bold N1 5G মডেলে অক্টা-কোর Unisoc T765 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার সাথে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আবার এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, হ্যান্ডসেটটির পিছনে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও একটি সেকেন্ডারি ক্যামেরা বর্তমান। রিয়ার ক্যামেরায় পোর্ট্রেট, নাইট, প্রো এবং স্লো মোশন মোড সাপোর্ট করবে। আর সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদিকে Lava Bold N1 5G স্মার্টফোনে আইপি৫৪ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং রয়েছে। এতে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। যদিও বাক্সে ১০ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার পাওয়া যাবে।